তুমি কি সেই স্বাধীনতা,
যার জন্য মানুষ জীবন দিয়েছে।
তুমি কি সেই স্বাধীনতা ,
যাকে পাওয়ার জন্য মানুষ ছটপট করছে।
তুমি কি সেই স্বাধীনতা ,
যার জন্য মানুষের শরীর ক্ষত হয়েছে।
তুমি কি সেই স্বাধীনতা ,
যার জন্য মানুষ অনাহারে মরতে হয়েছে।
তুমি কি সেই স্বাধীনতা ,
যার মাধ্যমে এক ইতিহাস দুঃখ লুকিয়ে আছে।
তুমি কি সেই স্বাধীনতা,
যার মাধ্যমে এক সাগর রক্ত লুকিয়ে আছে ।
তুমি কি সেই স্বাধীনতা,
যা ইতিহাসের পাতায় লেখা হবে।
তুমি কি সেই স্বাধীনতা ,
যা মানুষকে ঘুমাতে দেয়নি।
তুমি কি সেই স্বাধীনতা,
যার জন্য মানুষ দিন এরপরে দিন,
রাতের পরে রাত যুদ্ধ করে চলছে।
তুমি কি সেই স্বাধীনতা,
যা মানুষের মুখে হাসি ফুটিয়েছে।
তুমি কি সেই স্বাধীনতা ,
যার জন্য হাজারো মায়ের বুক খালি হয়েছে ।
তুমি কি সেই স্বাধীনতা,
যা মানুষকে স্বাধীন দেশে স্বাধীন ভাবে হাটতে শিখিয়েছে।
তুমি কি সেই স্বাধীনতা,
যা মানুষকে মন খুলে মাতৃভাষা দিয়ে কথা বলতে শিখেয়েছে।
তুমি কি সেই স্বাধীনতা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
162
Views
5
Likes
1
Comments
5.0
Rating