#তোমার_অপেক্ষায়
#পর্ব ৫
পূর্ণতা খোলা জানালার পাশে চুপচাপ বসে আছে দৃষ্টি তার বাহিরের দিকে।জান্নাত সেই কখন থেকে কথা বলেই যাচ্ছে।
_আপু আমায় কোন রংয়ের জামায় মানাবে?? জান্নাত এর কথায় পূর্ণতার কেনো হেলদোল হলো না সে আগের মতোই চুপচাপ বসে আছে।
_কী হলো বলো?কথাটা খানিকটা জোড়ে বলায় পূর্ণতা চমকে উঠলো।
_এতো জোড়ে কেও কথা বলে??পূর্ণতার কথায় জান্নাত বললো _
কখন থেকেই তো ডাকছি শুনো না তো।
_কী বলবি বল।
_কোন রংয়ের জামায় মানাইবো আমারে??
_পূর্ণতা বেছে বেছে হালকা গোলাপি রঙের একটা জামা জান্নাত এর হাতে দিয়ে বললো_
তোকে এই রংয়ে বেশ মানাবে।তুই এইটাই পড়বি।
_সত্যিই কইতাছো??
_হ্যা সত্যিই।
জান্নাত খুশিতে পূর্ণতাকে জড়িয়ে ধরলো...পূর্ণতাও জান্নাত কে জড়িয়ে ধরে বললো_
_আমার পাগলি বোনুটা।
_______________________________
পূর্ণতা তোমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে না??নিধির প্রশ্নে পূর্ণতা বললো_
_হ্যা আছে।
_আমরা সবাই মিলে আজকে পুকুরে গোসল করতে যাবো।
_তাই নাকি তাহলেতো ভালোই যাও তোমরা।
_যাবো কিন্তু তোমাকেও যেতে হবে।
_সাথে জান্নাত কে নিয়ে যাও।আমি যাবো না।
পূর্ণতার কথায় ফারিন বললে_
_এমন করো কেন শোনা আপু আমার।আমাদের এই ছোট্ট আবদার রাখবে না??ফারিনের কথায় নিতি আর জান্নাত ও তাল মেলালো।
_আচ্ছা বেশ যাবো। কিন্তু তোমরা গোসল করবে।আমি পুকুরের সিড়িতে দাড়িয়ে থাকবো।কেমন??
_পূর্ণতার কথায় ফারিন পূর্ণতার গাল টেনে বললো_
_এই না হলে আমার শোনা আপু।
_ফারিন এর এমন কাজে পূর্ণতা হেসে দিলো।
_______________________________________
নিধি নিতী ফারিন আর জান্নাত পুকুরে গোসল করছে আর পূর্ণতা পুকুরের সিড়িতে বসে আছে আর ওদের নিকনিক দেখছে।
_তুমিও আসো না পূর্ণতা অনেক মজা হবে।নিধির কথায় পূর্ণতা বললো_
_তোমরাই মজা করো আমার ঠান্ডা লেগে যাবে।
_হঠাৎ ফারিন এসে পূর্ণতার হাত ধরে টান দিয়ে ধপাস করে পুকুরে ফেলে দিয়ে খিলখিলিয়ে হেসে দিলো।
_পূর্ণ তার আর কী করার না চাইতেও ওদের সাথে পুকুরে নামতে হলো।
*****************
পাক্কা দুই ঘন্টা পরে শীতে ঠকঠক করে কাপতে কাপতে পাঁচজন বাড়ির ভেতরে আসলো।
এসেই মাহমুদা কামেনী আর সুরাইয়া বেগম এর এক চোট ঝাড়ি খেলো।
_ফায়াদরা উঠানে বসে গল্প করছিলো।হঠাৎ ওদের চোখ পড়ে বাড়ির সদর দরজার সামনে নিধিরা কাক ভেজা হয়ে দাড়িয়ে আছে।আর সুরাইয়া কামেনি আর মাহমুদা ওদপর বকছে পুকুরে যাওয়ার জন্য।
_হঠাৎ ফায়াদ খেয়াল করলো পূর্ণতার হলুদ রঙের জামা ভিজে পুরো শরীরে লেপ্টে আছে।সামনের কয়েকটা চুল মুখের সামনে এসে পড়ছে।চোখের বড় বড় পাপড়িত পানিতে টইটম্বুর হয়ে আছে।গোলাপি ওষ্ঠদয় শীতে ঠকঠক করে কাপছে।এমন ভাবে পূর্ণতাকে অনেক আবেদনময়ী লাগছে।পরখনেই ফায়াদ দৃষ্টি সড়িয়ে নিলে।
_আরাফ এগিয়ে এসে ওদের তিনজনকে থামিয়ে দিয়ে বললো_
_কী শুরু করেছেো তোমরা?? দেখছো না ওরা শীতে কাপছে??ওদের পুরো শরীর ভিজে আছে??আগেতো ওদের ভেতরে তো যেতে দাও।আরাফ এর কথায় তিনজনি চুপ হয়ে গেলো।
আকাশ দাত কেলাতে কেলাতে বললো_
_তোমরা পুকুরে যাইবা আমাদের ও বলতা আমরাও যাইতাম।আকাশ এর কথায় ফারিন ভেংচি কেটে চলে গেলো।পূর্ণতারাও চলে গেলো।
_দেখছোছ ফায়াদ তোর এই পুচকি বোন আমাকে ভেংচি কাটলো।আকাশের কথায় ফায়াদ বললো_
_ভালোই করছে তোর মেয়েদের সাথে এতো গোসল করার ইচ্ছা কেন??
নাইম বললো_
_ওর কথা আর কী কমু। ওরে বিয়ে করায় দিলে বউ এর হাতে কেলানি খাইলে তাইলে ওয় ঠিক হইবো?তার আগে না।
নাইম এর কথায় সবাই হোহো করে হেসে উঠলো....
চলবে..🦋
তোমার অপেক্ষায় (পর্ব ৫)
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
197
Views
2
Likes
0
Comments
5.0
Rating