ভরসার হাত আমার বাবার হাত

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ভরসা‌ দেওয়ার মানুষ হলো‌ আমার বাবা।

বিপদে-আপদে হাত বাড়িয়ে দেওয়ার মানুষ হলো আমার বাবা।

দুনিয়া অন্ধকার সব সন্তানের বাবা‌ ছাড়া।

বাবার হাতটি ধরে গুটি গুটি পা দিয়ে আমাদের পথ চলা।

বাবা আছে তাই অভাব নাহি আমরা পাই।

বাবা আমাদের ছাতার মতন ,,সব সময় পাশে পাই।

আমি তোমায় অনেক ভালোবাসি আমার প্রিয় বাবা।
182 Views
8 Likes
3 Comments
5.0 Rating
Rate this: