কোটা চাই না মেধা চাই

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
একটি যোগ্যহীন মানুষ চাকরি পাচ্ছে
তাহলে কেন,
একটি যোগ্যবান মানুষ চাকরি পাবে না।

সবার থাকুক সমান অধিকার ,
সবার থাকুন মেধা।

সবার থাকুক চাকরি ,
সবার থাকুক যোগ্য ।

যোগ্যহীন মানুষ চাকরি নিয়ে ,
করছে দেশটা অন্ধকার ।

দেবনা দেশকে পিছাতে,
নেব দেশকে এগিয়ে ।

দেব না বন্ধ হতে পড়ালেখা ,
দেব না আন্ধ হতে জাতি।

চাই স্বাধীন দেশ,
চাই মেধা।

চাই না সেই কোটা,
চাইনা সেই সরকার।

চেয়েছি না তো অযোগ্য সরকার ,
চেয়েছি না তো অযোগ্য চাকরি ।
183 Views
7 Likes
5 Comments
5.0 Rating
Rate this: