জানো প্রিয়
আমার না খুব বৃষ্টি হতে ইচ্ছা করে
খুব ইচ্ছা করে বৃষ্টির ফোটা হয়ে তোমাকে ছোবো
তুমি জানতেই পারবে না
বিষয়টা অনেক মজার না
আবার ধরো, প্রচন্ড অভিমানে জমে থাকা কান্নাগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়বে
কেউ জানতেই পারবে না
তাইতো বৃষ্টি হতেই ব্যালকনিতে চেয়ার পেতে বসি
আর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকি
কি সুন্দর অবিরাম ঝরছে বৃষ্টির ফোঁটাগুলো
যেন কোন ক্লান্তি নেই
আমিও তো এমন হতে চেয়েছিলাম বল
বৃষ্টির ফোটার মতো
ক্লান্তিহীন
যে শত আঘাতেও ক্লান্ত হবে না
ইশ্, যদি বৃষ্টি হতে পারতাম
বৃষ্টি বিলাস ☔☔☔
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
241
Views
6
Likes
4
Comments
4.5
Rating