আমার যদি থাকতো বাবা
মাথার উপর ছাতার মত,
হোকনা সে ছেড়া ছাতা
রোদ বৃষ্টি গড়িয়ে পড়ত।
তবুও জীবন যুদ্ধে লড়াই করতে
সাহস পেতাম একটু বুকে,
বাবা আমায় নাইবা রাখত
সারা জীবন আমাকে সুখে ।
বুজতাম তবু বাবা আছে
হাত রাখতে মাথার উপর,
বলতো হেসে কাছে এসে
সঙ্গে আছি পেয়োনা ভয়।
করতাম যুদ্ধ জয়
জীবন যুদ্ধে নেমে,
বাবার সাথে আগিয়ে যেতাম
থাকতামনা কভু থেমে।
হাতিকে যেমন সিরি বেয়ে
যায়না ওঠানো উপরে ঠেলে,
তবে যদি হাত রাখ পিছে
এমনি এমনি উঠবে সে।
জানবে সে আপন মনে
ভরসার হাত আছে তার পিঠে,
নাইবা লাগুক কাজে সে হাত
তবু ভরসা হয়ে পিঠেই থাক।
তেমনই আমার চলার পথে
পেতাম যদি বাবার হাত,
সব কাজেতে এগিয়ে যেতাম
করতাম আমি বাজিমাত।
বাবা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
196
Views
5
Likes
2
Comments
4.0
Rating