তোমায় ভালোবাসবো কি করে (পর্ব ৫)

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
দুপুরের খাওয়া দাওয়া শেষ করে। ভাই বোনদের সাথে লুডো খেলছিলাম। তখন রুবেলের ফোন আসলো। আমি লুডো খেলা রেখে উঠে গেলাম। বললাম তোরা খেল আমার ঘুমে ধরেছে ঘুমাতে গেলাম। আমার ভাবি এসে আমাকে বলল কি রাতে কি ঘুম হয় নাই।

আমি - যাহ ভাবি তুমি যে কি বলো

ভাবি - এতো লজ্জা পেতে হবে না আমার কাছে আমারও না অভিজ্ঞতা আছে হুম।

আমি আবার ভাবীকে শয়তানি করে বললাম তোমাদের অভিজ্ঞতাটা ও বল আমরা জেনে রাখি
আবার রুবেল কল করেছে।

ভাবি _ কি ব্যাপার । রুবেল কল করেছে তাড়াতাড়ি যাও

আমি এসে রুবেলকে কল ব্যাক করলাম

রুবেল _ কি ম্যাডাম। আমাকে দেখি ভুলে গেছেন।

আমি _ হইসে মাত্র ফোনটা রিসিভ করি নাই তাই ভুলে গেছি। আর আমি যখন দুপুরে ৩ বার কল করেছিলাম তখন তো রিসিভ করো নাই। আমিও তো রাগ করতে পারতাম তাই না

রুবেল _ আমার জান পাখিটার মনে এত রাগ জমা ছিল। আচ্ছা আমি একটু অফিসের একটা ইমপোর্টেন কাজ ল্যাপটপ এ কাজ করছিলাম তাই রিসিভ করতে পারি নাই

আমি _ হইসে। আমি কি একবার ও জানতে চাইছি যে তুমি কই ছিলা ফোন রিসিভ করো নাই কেন

রুবেল _ কেনো প্রত্যেকটা স্ত্রী তার স্বামী কে জিজ্ঞাসা করে না বললে ঝগড়া লাগিয়ে দেয়

আমি _ শুন। আমি তোমার সেরকম বউ না। আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তাই তোমাকে তোমার সার্টিফিকেট আমায় দিতে হবে না।বুঝলে বুদ্ধুরাম।

রুবেল _ যথা আজ্ঞা ম্যাডাম।

আমি _ দুপুরে খাইসো। কখন বাসায় যাবা।

রুবেল _ হুম খেয়েছি । তোমার খাওয়া হয়েছে। আর ফিরতে ফিরতে সন্ধ্যা ৭ টা বাজবে।

আমি _ আচ্ছা। আম্মার সাথে কথা হইলো। আম্মা বলছিলো

রুবেল _ কি বলছিল।

আমি_ বলল। ৬ মাস কত দেরি উনি আমাকে ছাড়া থাকবে কি করে। বউ ছাড়া নাকি ঘর খালি খালি লাগে।

রুবেল_ শুধু মার ই কি খারাপ লাগবে। এই ৬ টা মাস তোমাকে ছাড়া আমারও যে খারাপ লাগবে।

আমি _ কবে আসবে আবার বাসায়।

রুবেল_ ১ থেকে ২ সপ্তাহ পর।

আমি_ ওহ

রুবেল_ মিন খারাপ হয়ে গেল নাকি

আমি _ না আমার মন খারাপ হবে কেন আমি কে

রুবেল _ ওরে বাবা। সেই রাগ হইসে দেখি। শুন আজ সন্ধ্যা ৭:৩০ এর দিকে কবি নজরুল কলেজের সামনে থাকবে আমি আসব ঐখানে

আমি _ আচ্ছা।

বাসায় আম্মুকে বলে একটু সেজেগুজে বের হলাম।
বিয়ের পর জামাইয়ের সাথে ঘুরবো কে আর কি বলবে

৭:৩৯ মিনিটে আমার বস এলো। দুজন মিলে একটু ঘুরাঘুরি খাওয়া দাওয়া করলাম। সময় টা ভালো কাটল।বাসার সামনে রুবেল আমাকে ছাড়তে আসলো
রুবেল আমার কপালে একটা চুমু দিল। আর বিদায় জানাল। আমি রুবেল কে বসাতে বললাম রুবেল আসে নাই বাড়ি চলে গেছে।


এভাবেই ৫ মাস ১৫ দিন কেটে গেল। এই কয়েকদিনে আমি রুবেল আপন ও কাছের মানুষ হয়ে গেছি।
আমি আমি নিজেকে রুবেলের কাছে বিলিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে আমার জন্য রুবেল আসা যাওয়া লেগেই থাকতো। বিয়ের কার্ড চাপা হয়ে গেছে। কাল দিন আমাদের গায়ে হলুদ। একসাথে দুই পরিবারের গায়ে হলুদ হবে।

আজকে আমি আর রুবেল দুজন মিলে নদীর পাশে বসে আছি । রুবেলের কাধে মাথা দিয়ে হাতে হাত রেখে। আমাদের দুইজনের বিয়ের ৫ মাস ১৫ দিন হয়ে গেল। সব দিক দিয়ে যেন আনন্দের মেলা। পরশু থেকে আমাকে আর রুবেলকে ছাড়া থাকতে হবে না।

রুবেল _ আমি তোমাকে কখনই হারাতে চাই না । যতক্ষণ না আমার মৃত্যু হয়

আমি _ রুবেল একদম চুপ। কি বলছ এসব মরার কথা মুখেও আনবে না। তুমি কি ভাবছ আমকে ছেড়ে তুমি আগে মরবা। আমি তোমাকে মরতে দিলে তো । জড়িয়ে ধরে বললাম এভাবেই সারা জীবন তোমাকে জড়িয়ে রাখবো কখনো আড়াল হতে দেব না। তুমি শুধু আমার।

রুবেল _ দেখো কিভাবে আমাদের বিয়ের পাঁচ মাস হয়ে গেল তাই না আস্তে আস্তে দেবে আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি আমাদের নাতি পুতিরা আমাদের সাথে খেলা করছে

আমি _ হুম আমি এটাই ভাবছি। আমরা যখন বুড়াবুড়ি হব আমাদেরকে দেখতে কেমন লাগবে

এই বলে দুইজন হাসাহাসি করছিলাম

আমি _ শুন আমরা হানিমুনে কই যাব।

রুবেল _ সাজেক গেলে কেমন হয়

আমি _ ওয়াও খুব ভালো হবে। আর শুন আমি খুব তাড়াতাড়ি তোমার বাচ্চার মা হতে চাই

রুবেল _ তাই নাকি ম্যাডাম।

আমি _ আচ্ছা এভাবেই যেন আমদের মাঝে ভালোবাসা অটুট থাকে।

রুবেল _ আমি তোমাকে কথা দিলাম কখনোই তোমাকে ছেড়ে যাব না। কারণ আমি যে তোমাকে খুব ভালোবাসি মহান আল্লাহতায়ালা একমাত্র আমার জন্যই তোমাকে যে সৃষ্টি করেছেন।

আমার অজান্তেই চোখে পানি চলে এসেছে।


[ কি ঘটতে চলেছে পরের পর্বগুলোতে যদি জানতে চান তাহলে একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশেই থাকুন]
254 Views
13 Likes
3 Comments
5.0 Rating
Rate this: