অনন্ত অনন্ত কাল
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
\'\'সকল প্রেমিকের উদ্দেশ্যে লেখা,,\r\n 💘💘 অনন্ত অনন্ত কাল 💘💘\r\n \r\nকত দিন হয়ে গেলো\r\nদেখতে দেখতে কত বছর\r\nহয় তো তুমি আমার কথা ভুলে গেছো\r\nভুলে যাওয়াই তো স্বাভাবিক\r\nভুলারি তো কথা\r\nশুধু শুধু অবাঞ্চিত চিন্তা\r\nমনের মাঝে পুষে রেখে লাভ কি বল\r\nকিন্তু-আমি তো পারি না ভুলতে তোমায়\r\nহাজারো মানুষের ভিড়ে\r\nহাজারো স্মৃতির পাতায়\r\nজীবনের শত ব্যাস্ততার মাঝেও\r\nসময় অসময়ে-------\r\nসুখে কি়ংবা দুঃখে\r\nযে অবস্থায় থাকি না কেন\r\nতোমাকে বারবার মনে পড়ে যায়\r\nতোমাকে ভুলে যাওয়ার চেষ্টায়\r\nবিফল হয়ে---\r\nমনের কাছে হেরে গেছি কতবার\r\nজেনেছি এবং বুঝেছি\r\nএ কখনো ভুলবার নয়\r\nএই ক্ষুদ্রতম হ্নদয়ে\r\nকিংবা রিৎপৃন্ডে\r\nতিলক্ততম মতো জায়গা দখল করে\r\nরয়ে যাবে তুমি অনন্ত অনন্ত কাল\r\n❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️\r\n ****\r\n\r\n
20
Views
0
Likes
0
Comments
0.0
Rating