অন্যের সাথে তোমাকে দেখে
একদা শীতের গোধূলিলগ্নে
তোমাকে দেখেছিলাম,
সেদিন হতে ভাবনা-কামনায়
তোমায় রেখেছিলাম।
ধীরে ধীরে প্রাত্যহিক দর্শনে
ভেলকি দিয়েছো তুমি,
মায়ার ফাঁদে আটকে দিলে
ভুলিনি আজো আমি।
দিবানিশি কতো সময় ধরে
দেখিবার আশা নিয়ে,
খেয়ে না খেয়ে দাঁড়িয়ে রয়
তোমার গ্রামেতে গিয়ে।
দিনের পর দিন পেরিয়ে যায়
নীরবেই দেখে যেতাম,
গোয়েন্দার মতো নজর রেখে
কতো লাল চা খেতাম।
হারানোর ভয়ে সংশয় ছিলো
সাহস জাগতো না মনে,
প্রেম নদীতেই ডুবে থাকতাম
স্বপ্নঘোরের প্রতি ক্ষণে।
সুযোগের অভাবে সময়মতো
বলতে পারিনি কিছু,
ভেতরে ভেতরে কে জানিতো
নিবে অন্যের পিছু।
জেনেও না জানার ভান ধরে
ছলনা করলে কেনো,
লিখে রেখেছি না বলা কথা
স্মরণে থাকে যেনো।
ইচ্ছাও ছিলো স্বপ্নও ছিলো
ভালোবাসা পাওয়ার,
হৃৎ মাঝারে লোভ আসে না
কোন কিছু চাওয়ার।
রূপে গুণেই ভালো ভেবেছি
পাগল হলাম ফলে,
বাহিরে এক ভেতরে আরেক
আজব চরিত্র তলে।
হাবভাব দেখে চিন্তা-চেতনায়
লক্ষিত হয়নি মোটে,
যে লোক যেমন তেমনি সদা
তাঁর ভাগ্যে জোটে।
অন্যের সাথে তোমাকে দেখে
ভালো নেই এই বুক,
ভবিষ্যতে ভুলবশতে তোমায়
দেখাতে চাই না মুখ।
ভ্যগ্যে ছিলো না এই অধমের
সঙ্গ পাওয়া তোমার,
আচমকা কেন তোমার সাথে
দেখা হলো আমার।
দুঃখ লাগলে যন্ত্রণায় ভোগী
সর্বদা আপসোস হয়,
স্বার্থপর এই নিঠুর জগতেই
কেউ তো কারো নয়।
অন্যের সাথে তোমাকে দেখে
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
341
Views
5
Likes
2
Comments
3.8
Rating