স্মরণে এসোনা থাক!

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ভেঙে গেছে হৃদয় তুমি চলে গেছো অভিমানে
এখন থাক! আর এসোনা স্মরণে
থাক !
দুঃখে ভরা মত এই মজলিসে কষ্ট করে এসো না।

এটা সত্য যে, মধুর অতীতের মুহূর্ত গুলো ভুলে যাওয়া সহজ নয়
এটা সত্য, যে জলন্ত শেখা থেকে নিজের পরিধেয় রক্ষা করা কোন খেলা নয়
রক্তক্ষরণ হতে থাকা হৃদয়ের ক্ষত লুকানো খেল তামাশা নয় ।

বৃষ্টির পাতা থেকে মুক্তির উচ্ছলতা
মুছে ফেলা খেলা নয়
কিন্তু ভালবাসার এই কবিতা শুনিও না থাক!
যে আগুন হৃদয়ে চাপা পড়ে আছে
সেটা জবানে আর এনোনা থাক!
385 Views
5 Likes
0 Comments
1.0 Rating
Rate this: