শৈশব

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
নস্টালজির পাতায়, স্মৃতির সুবাস,
বসন্তের শোভা, গ্রীষ্মের আলাস।

পুরোনো দিনের গল্প, মনে পড়ে বারবার,
শৈশবের সোনালি দুপুর, মধুর সব স্মৃতির দ্বার।

বন্ধুদের হাসি, মধুর খেলা,
রোদ-বৃষ্টির মাঝে, মন-হারা হেলা।

আনন্দের সেই দিনগুলো, চিরকাল মনে থাকবে,
হারানো সময়ে ফিরে, হৃদয়ে বাস করবে।

মাঠের মাঝে দৌড়, জলকেলির ছোঁয়া,
আমাদের দুষ্টুমি, মা'র ধমক, পিতার সোহাগ।

সবই মনে পড়ে, যেন কালও ছিল গতকাল,
পুরোনো স্মৃতির জগৎ, বয়ে চলেছে কাল।

যেন মেঘের মাঝে আকাশের রং,
ভালোলাগার স্মৃতি, কখনও হারায় না দিগন্ত।

পুরোনো দিন, পুরোনো সৃতি, জীবন অমলিন,
মনে রেখো, প্রিয় স্মৃতি, চিরকাল থাকবে বিন্দু বিন্দু অমিত।
149 Views
3 Likes
1 Comments
5.0 Rating
Rate this: