বৃথা শেকল হোলো প্রণয়ের,মাটির গন্ধ পাওয়া গেল কোথায়?
ছেঁড়া পোশাক, অবাক প্রবাসী,স্মৃতি খুঁজি, চোখ ভিজায়।
নতুন দেশের নতুন আকাশ,
বহু দূরের শ্বেতি সারা দিনে,
ভালোলাগার ছায়া কি সেলাই,
হৃদয় বাঁচাও, তবু এই যে সীমানা?
কতদিন গেছে, কত বেদনার,
স্বদেশের পথে কষ্টের হাওয়া,
চিঠির অপেক্ষা, প্রিয় স্বর,
ছবি ফুটে উঠে মনের আড়ালে।
মাটির গন্ধ আর হৃদয়ের মেলা,
নিজস্ব স্বপ্ন, বিদেশের বেলা,
শীতের আগুনে সুখ খুঁজে যাই,
হৃদয় অশ্রুর তলে মন গেঁথে পাই।
**দূর প্রবাস**
যখন সন্ধ্যার আলো ম্লান হয়ে আসে,
দূরের প্রবাসে একা আমি দাঁড়িয়ে,
দেশের মাটির গন্ধ যখন হারিয়ে যায়,
তখন একাকিত্বে মন বিষণ্ণ হয়ে যায়।
নতুন শহরের নকশায় আমি মেতে,
তবুও হৃদয়ের গভীরে দেশ খুঁজি,
অচেনা পথ, অচেনা ভাষার সুরে,
অচেনা আকাশের নীলে আমি বিমূঢ়।
নস্টালজিয়ার হাত ধরে স্বপ্ন কাব্য,
যেমন বেঁচে থাকার অঙ্ক রেখা,
মাটির সুর, বনের সঙ্গীত,
কবে ফিরে পাবো সেই ধ্রুপদী বেলা?
নিজস্ব দুঃখ, প্রিয়তা, আশা,
এখন শুধু স্মৃতির অঙ্গনে,
তবু এই মাটির চাঁদ, পাখির গান,
মনে মনে আঁকি প্রিয় দেশে ফিরে আসার সপ্ন।
বাহিরে যতই জ্বলুক আলো,
ভিতরে শীতল অন্ধকারের প্রহর,
যতই বড় হোক স্বপ্নের দিগন্ত,
দেশের স্পর্শে ফিরে পেতে চাই হৃদয়ের অন্তর।
দূর প্রবাস
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
101
Views
2
Likes
1
Comments
3.0
Rating