বয়সের সাথে প্রেমের মেলা
যতই ছলনা, যতই খেলনা,
হারায় না তার রূপের তলা,
গাঢ় হয়, মিষ্টি, মধুর আশা।
প্রথম দিনকার চুম্বন কিসে,
অসীম সুরে, পবিত্র ভাষা,
বয়স কেবল বইয়ের পাতা,
মনের বয়স নাহি কোনো সীমানা।
বছরগুলির দীর্ঘ পথপরিক্রমা,
চিন্তায় আসে প্রণয়ের স্মৃতি,
তবু হারায় না, বেড়ে যায় কমলা,
সুন্দর হয়ে ফুটে প্রেমের পাতা।
তখনো প্রেমে মাতাল চোখের তবুও,
বয়সের নকশা রাঙায় হৃদয়,
কোনো কালের নিষ্প্রভতা নাহি,
সাথি হয়ে থাকে মধুর গলায়।
বয়সের সাথে প্রেমের অমর কাহিনি,
যতই গড়িয়ে যায় দিন-রাতের সীমানা,
বয়সের অঙ্কে কমে না প্রেমের জ্যোতি,
হৃদয়ের গভীরে তা থাকে অপরূপ সিমানা।
প্রথম চুম্বনে মধুর সুরে,
প্রেমের অগ্নি জ্বলে ওঠে সুরে,
বয়সের পাথরের বাঁধন থামাতে পারে না,
মনের প্রতিধ্বনি একে অপরকে চেনে প্রাণের পার।
সময় গড়ায়, বয়সের চিহ্ন আঁকে,
তবুও প্রেমের আলো কিভাবে ম্লান হবে?
যতই পথ চলে, যতই ঘুরে ফিরে,
প্রেমের শুদ্ধতা বেড়ে যায়, অমল থাকে বুকে।
তবুও প্রেমের সেই সুগন্ধি সুখ,
হৃদয়ের মায়ায় নিঃশেষ অবশিষ্ট থাকে,
বয়সের যন্ত্রণা হয় কেবল এক বিভ্রান্তি,
প্রেমের অমল স্নিগ্ধতা চিরকালই থাকে সাথে।
বয়স
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
177
Views
4
Likes
1
Comments
5.0
Rating