আজব মানুষ দিলদার আলী
বয়স নাকি আশি,
গরম ছাড়া খায় না খাবার
পচা কিংবা বাঁশি।
খাওয়ার পরে আয়েশ করে
খায় সে রসের পান,
তাই তো ছোট বড় সবাই বলে
জনাব দিলদার আলী খান।
পরেনা সে জামা জুতো
বললে বলে শোন,
পরলে জামা মুক্ত হাওয়া
লাগবে গায়ে ক্যান?
জুতা পরে তারাই যাদের
নেইকো মাটির টান।
জামা জুতো তাই পারে না
জনাব দিলদার আলী খান।
আজব মানুষ
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
130
Views
4
Likes
2
Comments
4.0
Rating