শিক্ষক তুমি মহান
তুমি তুলনাহীন,
অনন্ত অসীম জ্ঞানের আলো
ছড়িয়ে দাও সীমাহীন।
তোমার ছোঁয়ায় এই দেশেতে
ফুটবে হাজার ফুল,
সেই ফুলেতে বসবে ভ্রমর
পার হয়ে দুকুল।
শিক্ষক
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
37
Views
0
Likes
0
Comments
0.0
Rating