তোমায় ভালোবাসবো কি করে (পর্ব ৪)

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
এক কাপ গরম গরম চা নিয়ে হাজির হলাম আমার মিস্টারকে ডাকার জন্য এখনো মায়াবী চেহারা নিয়ে ঘুমাচ্ছে। আমি অনেক মুভিতে দেখেছি যে বিয়ের পর দিন সকালে জামাইদের হাত সুন্দর করে গরম চায়ের কাপে ডুবিয়ে ঘুম ভাঙ্গায় তো আমিও এই ট্রিক্সটা আমার জামায়ের উপর এপ্লাই করলাম।

যেই চায়ের কাপে হাত ঢুকাবো তখনই ও আমার হাত ধরে ওর বুকের কাছে আমাকে নিয়ে নেয়।

রুবেল _ কি ম্যাডাম দুষ্টুমি হচ্ছে এইমাত্র আমার হাতটা পুড়ে যাচ্ছিল।

আমি _ কই আমি তো কিছু করিনি আমি তো তোমার জন্য চা নিয়ে এসেছি।

রুবেল _ শোনো ম্যাডাম সবার জামাইয়ের মত কিন্তু তোমার জামাই না তোমার জামাই ঘুমায় কিন্তু ও সব শুনতেও পারে সব বুঝতেও পারে কারণ তোমার জামাইয়ের ঘুম একদম হালকা।

আমি _ ও তাই

রুবেল _ যখন একবার দুষ্টুমি করেই ফেলেছো শাস্তি তো তোমায় পেতেই হবে।

আমি _ মুখ কালো করে বললাম কি শাস্তি দিবে তুমি আমায়

রুবেল _ এই কি আমার ম্যাডামের আবার কান্না কান্না চেহারা হয়ে গেল কেন আমাকে কি ভয় পাও

আমি _ ইশ না কেন ভয় পাব

রুবেল _ তাহলে যে শাস্তির কথা শুনে ভয় পেয়ে গেলে
শাস্তিটা হলো যখন বাসার সবাই মিলে আমরা খেতে বসব তুমি সারাক্ষণ আমার দিকেই তাকিয়ে থাকবে কেউ কিছু বললে বা তোমাকে কিছু করতে বললে তুমি আমার দিকে তাকিয়েই সেই কাজগুলো করবে ঠিক আছে।

আমি _ কিহ পারবো না আমার কি খেয়ে দেয়ে কাজ নেই তোমার দিকে তাকিয়ে থাকা ছাড়া তারপর বাসার মানুষ কিভাবে। আমি পারব না

রুবেল _ পারবা না

আমি _ না। না তাকালে কি করবা হ্যাঁ

রুবেল _ কালকে রাতে কি করেছিলাম মনে আছে তো? তারই আবার রিপিট টেলিকাস্ট হবে।

আমি _ অনেক লজ্জা পেয়ে বললাম ঠিক আছে রেডি হয়ে নিজে খেতে এসো আমি যাচ্ছি। আর চাটা ঠান্ডা হয়ে গেছে নিচেই খেও

বলে আমি দৌড়ে নিচে চলে এসেছি ।

আমার মা _ কিরে চায়ের কাপটা নিয়ে এসেছিস জামাই চা খাইনি

আমি _ না মা আসলে তোমার জামাইকে ডাকতে ডাকতে চা ঠান্ডা হয়ে গেছে তাই বললাম নাস্তা করেই চা খাবে নে।

আমার মা _ আচ্ছা। জামাই চলে আসছে সবাই খেতে বসে পড়ো

রুবেল _ গুড মর্নিং এভরিওয়ান।

বাসর সকলে _ গুড মর্নিং

রুবেল আমাকে খাবার টেবিলে সবার সামনে চোখ মারল । মানে ও সেই শাস্তির কথাটা বোঝাতে চাচ্ছে। আমিও নিরুপায় হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম কিন্তু আমার খারাপ লাগছে না যেন ভালই লাগছে আর তাকালে সমস্যা কি আমারই তো জামাই

আমার বোন ডাইনিং টেবিলে সবার সামনে বলে উঠলো

বোন _ কিরে কালকে রাত্রে ভাইয়াকে ভালো মতো দেখিস নি যে এখনো ড্যাব ড্যাব করে ভাইয়ার দিকে তাকিয়ে আছিস

আমি হতভম্ব হয়ে বললাম.

আমি _ কোথায় কি বলতে হয় এখনো বুঝিস না? চুপচাপ খা

বাসার সবাই হেসে দিল

আমি _ তোমরা হাসাহাসি করছ কেন

দাদি _ এই সবাই চুপ করো হাসাহাসি করবানা আমার নাতনিকে একটুও রাগা বানা তোমরা। ওর জামাই এর দিকে তাকাইছে তাতে সমস্যা কোথায় হ্যাঁ

আমি _ দাদি তুমি ও

রুবেল _ মা বাবা আমি কিন্তু খাওয়া দাওয়া করে চলে যাব

আমার মা _ কি বলো বাবা আরো দুই তিন দিন থাকতে

রুবেল _ না মা আসলে অফিস আছে এছাড়া আমাদের যেহেতু কাবিন হয়েছে ওকে যেদিন উঠিয়ে নিয়ে একবারে যাব তখন না হয় ওর সাথে এসে তিন চার দিন থাকবো। আর এমনিতেই এই বাড়িতে আসা যাওয়ার চলতে থাকবেই।

আমার মা _ আচ্ছা বাবা তুমি যা ভালো মনে কর

খাওয়া-দাওয়া শেষ।

রুবেল রেডি হতে রুমে গেল আমিও গেলাম আমার মনটা একটু খারাপ হয়ে ছিল

রুবেল আমাকে জড়িয়ে ধরে বলে মন খারাপ কেন সিনথি

আমি _ তুমি আর কয়দিন থাকতে

রুবেল _ হ্যাঁ থাকতে পারতাম তারপরও মানুষজন খারাপ বলবে তাই

আমি _ কি খারাপ বলবে হ্যাঁ? তুমি তো আমারই জামাই বল

রুবেল আমার কপালে একটা চুমু দিয়ে বলে।
সোনা তুমি তো আমার সব। আসব মাঝে মাঝে এই বাসায়। আর তোমার সাথে রোজই ফোনে কথা হবে বাসায় না হোক বাহিরে আমরা দেখা করব

আমি কিছু না বলে ওকে কিছুক্ষণ জড়িয়ে ধরলাম।
আমার যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। কি মায়া যে মায়া ছাড়তেই চায়না

এরপর রুবেল কে আগিয়ে দিতে দরজার সামনে আসলাম রুবেল বাসার সবার সবাইকে সালাম করলো।

আমি ওকে বিদায় দিয়ে আসলাম।
মন ভালো লাগছিল না সেই মুহূর্তে শাশুড়ি মায়ের ফোন

আমি _ আসসালামু ওয়ালাইকুম আম্মা। কেমন আছেন।

শাশুড়ি _ ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি

আমি _ খাওয়া দাওয়া করসেন আম্মা। বাসার সবাই কেমন আছে।

শাশুরি _ আলহামদুলিল্লাহ বউকে ছাড়া কি ভালো লাগে নতুন বউ বাসায় আসবে বাসাটা জমজমাট থাকবে কিন্তু কি আর করার ছয় মাস অপেক্ষা করতেই হবে তাই না তোমার মা বাবা কেমন আছে মা বাসার সবাই ভালো আছে

আমি _ হ্যাঁ মা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মা আমারও ভালো লাগছে না কিন্তু কি করার

শাশুড়ি _ আমাদের ছাড়া ভালো লাগছে না নাকি রুবেলকে ছাড়া

আমি একটু লজ্জা পেয়ে ।

আমি _ আম্মা

শাশুড়ি _ থাক আর লজ্জা পেতে হবে না

আচ্ছা রাখি । তোমার মা বাবাকে ফোন দিয়ে একটু কথা বলি

আমি _ আচ্ছা আম্মা আসসালামু আলাইকুম
শাশুড়ি _ ওয়ালাইকুম আসসালাম মা
298 Views
7 Likes
1 Comments
5.0 Rating
Rate this: