ঘটনাটি আমি আমার মায়ের মুখে শুনেছি।
তাই আমার মায়ের মতো করেই বলছি।
আমাদের বাড়িটি তখন পাহাড়ের উপরে ছিলো। আমার স্বামী কাজে গিয়েছিলেন, আর শাশুড়ি তাবলিগে গিয়েছিলেন।বাড়িতে ছিলাম আমি আর আমার বাচ্চা মেয়েটি।
আমাদের বাড়িটি পাহাড়ের উপরে থাকার ফলে আমাদের পানি আনতে যেতে হতো নিচে একটি কলপাড়ে।
সেদিন আমি আমার সমস্ত কাজ শেষ করে পানি আনতে গিয়েছিলাম। যাওয়ার আগে মেয়েকে বসিয়ে দিলাম একটি দোলনায়।
দোলনাটি এমন ভাবে রাখলাম যাতে নিচ থেকে দেখা যায় মেয়ে আমার কী করছে।তারপর কলসি আর কিছু কাপড় ধুতে হবে বলে সব নিয়ে নিচের দিকে গেলাম।
নিচে গিয়ে মেয়েকে এক নজর দেখে নিলাম। কারণ, কলপাড়ে পর্দা দেওয়া ছিলো তাই দেখা যাচ্ছিলো না আর।
কলপাড়ে গিয়ে কাপড় ধুয়ে কলসিতে পানি ভর্তি করছি এমন সময় আমার এক ননদ এসে বল'ল "ভাবি আপনি এখানে? তাহলে যেই মহিলাকে আমি একটু আগে মণিকে দোল খাওয়াচ্ছিলো দেখলাম সে কে?"
ননদের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। এসময় তো বাড়িতে কেউ নেই, আর কারো আসার কথা ও না। তাহলে সে কাকে দেখলো!
তরিঘড়ি করে কলপাড় থেকে বের হয়ে মেয়েকে যে জায়গা থেকে দেখা যায় সে জায়গায় গেলাম। গিয়ে দেখলাম এক সাদা শাড়ি পরিহিত এক মহিলা আমার মেয়েকে দোলনায় দোল খাওয়াচ্ছে। মনে হলো মহিলা যেনো গুনে গুনে আমার মেয়েকে দোলা দিচ্ছে। আর একবার দোল দিয়েই মহিলাটি পাহাড়ের দিকে হেঁটে চলে যাচ্ছে।
এই দৃশ্য দেখে আমি আর দেরি করলাম না,
কলপাড়ে কাপড় আর পানি ভর্তি কলসি রেখেই দ্রুত পায়ে গেলাম উপরে।
আমি নিচ থেকে উপরে আসতে আসতে সেই মহিলা উধাও! যেনো হাওয়াই মিলিয়ে গেলো।
আমার মেয়েটি সুস্থ আছে নাকি দেখতে গিয়ে দেখি মেয়েটি খিলখিলিয়ে হেসে উঠলো।
শাশুড়ি তাবলিগ থেকে আসলে আমি উনাকে সাথে সাথে সমস্ত ঘটনা খুলে বলি। শুনে উনি বললেন, "আমি জানি সে আসে। আমি তাকে অনেক বার দেখেছি। কিন্তু সে কারো ক্ষতি করে না।আমি ওযু করার জন্য পানি রাখলে সে পানি নিয়ে যেতো। প্রথম প্রথম পাত্তা না দিলে ও পরে বুঝতে পারি এটি কোনো সাধারণ মানুষ নই। মহিলাটি একটি জ্বীন।
আমি এখন নিজের জন্য ওযুর পানি রাখলে তার জন্য ও একপাশে ওযুর পানি রাখি। সে এসে ওযু করে চলে যায়।"
আরো বল্লো,
" তুমি চিন্তা করো না বৌমা। সে আমার নাতনীকে ভীষণ ভালোবাসে তাই মাঝে মাঝে দেখতে আসে। মন ভরে দেখেই আবার চলে যায়।"
এসব শুনেই আমার শরীরের পশম দাড়িয়ে যায়। এই বাড়িতে থাকলে আমার মেয়ের ক্ষতি হতে পারে ভেবে আমি আমার স্বামীকে সব খুলে বলি, আর এক প্রকার বাধ্য করলাম বাড়িটা ছাড়তে। তারপর অন্য আরেকটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করি।
সে বাড়িটি ও অবশ্য পাহাড়ের পাশেই ছিলো।
সেই থেকে আজ পর্যন্ত আমি মহিলাটিকে আর দেখিনি। ধীরে ধীরে মেয়ে বড়ো হলো।
একদিন সে আমাকে বল্লো, " মা, আমি এক শাড়ি পড়া মহিলাকে অনেক দিন ধরে স্বপ্নে দেখছি । সে আমাকে হাতছানি দিয়ে ডাকে ঐ দিকে। "
তাকিয়ে দেখলাম মেয়ে পাহাড়ের দিকেই ইশারা দিয়ে দেখালো।
রহস্যময়ী নারী
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
248
Views
13
Likes
2
Comments
4.0
Rating