ছন্নছাড়া

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
এলোমেলো ভাব
মাহিরের স্বভাব
হন্যে হয়ে থাকে
কী যেনো একটা খুঁজে-

কিছুই যেনো বুঝে না সে-
কিছুই যেনো শুনে না
তাইতো কারো কথা
মান্য সে করে না।

থাকে শুধু নিজের মতো
কথা বলে কতো-শতো
ছোট থেকেই সে -
বাবা- মা হারা
তাইতো সবাই ডাকে তাকে
ছন্ন-ছাড়া।
34 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this: