আচ্ছা বলতো, আমি কে?
চিনতে পেরেছো আমাকে?
হ্যাঁ, আমিই সেই মেয়েটি।
মনে পড়ে , সেদিনের কথা গুলো-
যেদিন তুমি বলেছিলে আমাকে,,
পারবে না তুমি ছিড়তে বেড়ার গণ্ডি জাল--
কিন্তু কী হলো শেষে,,,?
রইলাম না আমি তাতে অনন্ত কাল।
হ্যাঁ , পেরেছি আমি বেড়া টপকাতে
পেরেছি জাল টা ছিড়তে।
আজ আমি স্বাধীন
বাধা দিতে পারে না কেউ আমাকে
চিনতে পার কি তুমি?
সেই আমাকে।
এক সময় ভয় পেতাম আমি সব কিছুতে
কিন্তু এখন ,পাই না আমি সেই ভয়।
নিজের মনোবলে করেছি আমি
সব কিছুকে জয়।
আমাকে ভীতু বলতে
এক সময় যেই তুমি
আজ দাড়িয়ে আছি তোমার সামনে
এই যে--
সেই আমি।
সেই আমি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
168
Views
3
Likes
3
Comments
4.3
Rating