ক্লান্ত মস্তিষ্ক

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
নিশির গভীরে ক্লান্তি এসে ঠেকেছে,
বুদ্ধির কুঁড়েঘরে অন্ধকার এসে হেলেছে।

নিশির কালো আকাশ যখন ক্লান্তির ছায়ায়,
চিন্তার জমাট বাঁধা এক অন্ধকার প্রহরায়।

চিন্তার প্রতিটা কাঁপন, যেন পাথরের ভার ;
মন বুনেছে নিস্তব্ধতার অজানা লতার সার।

অন্তর্লীন চাহিদার মাঝে, শান্তির আকুল কল্পনা,
অপেক্ষায় মনের খোরাক, যেন ধরা পড়ে না সে কামনা।

সন্ধ্যার নীরবতায়, প্রার্থনার শ্বাস ;
মস্তিষ্কের ভেতর গভীর অন্ধকারের বাস।

অশান্তির প্রান্তে, ক্লান্তির গহিন আঁধার ;
রাতের নিস্তব্ধতা, সে খোঁজে কিভাবে শান্তির জীবন করবে পার।

চিন্তার রেশ ধরে যায়, শেষ নেই তার পথ ;
মস্তিষ্কের ভেতরে, অস্থিরতা যেন কুমিরের শিথ।


শান্তির চেয়েও বড় ক্লান্তির এই রক্তক্ষরণ,
নিরব রাতে, নিঃশব্দ কামনা, শান্তির পুনরাবৃত্তি অনুকরন।


বুদ্ধির পথ বাঁধা, স্বপ্নের অঙ্গনে বিচ্ছিন্নতা ;
ভাঙা এক মনোলোভা রাত, চারিদিকে নিস্তব্ধতা।


স্বপ্নের অমাবস্যায়, ঘুমের অভাব ;
বিষণ্ণ সন্ধ্যায়ে, মন খোজে স্ব্রাব।


শান্তির ছায়ায় চায় সে বিশ্রাম,
আর ক্লান্ত মস্তিষ্ক , বিশ্রামে চায় আশ্রম।
344 Views
2 Likes
0 Comments
4.5 Rating
Rate this: