নিশুতি রাতের আকাশের তলে,
অন্ধকারে একে একে শিখা জ্বলে।
কারিগরের হাতে শিল্পের নান্দনিক খেলা,
ছুটে চলে নিরন্তন আর সুরমা মেলা।
সৃষ্টির পথে সব বাঁধা সে তুচ্ছ করে,
মহান তার অজানা শক্তি, ভাবনার তরঙ্গে ভরে।
নিশির অন্ধকারে, চাঁদের জ্যোতস্নায় ;
একজন কারিগর গাঁথে সোনালি কল্পনায়।
পাথর, কাঠ, মাটির সুরে সে বাঁধে সঙ্গীত ;
একটি একটি কাজ যেন অমর শিল্পের অলঙ্কৃত।
চলার পথে অগণিত সংকল্প, সীমাহীন স্বপ্ন ;
তার মেধায় ধরা দেয় কল্পনার নিরন্তন লুক্ন।
শিল্পের সাথে অগণিত আবিস্কারের খোঁজ,
তার নিরলস সাধনায় ভরে ওঠে সৃষ্টির বিশ্বজোড়া রোজ।
কারিগর
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
137
Views
2
Likes
0
Comments
5.0
Rating