ফ্রিল্যান্সিং এ আমার আগমন,
বেকারত্ব ছিল তার মূল কারণ।
স্বাধীনতার পাখি হয়ে উড়তে চাই,
ফ্রিল্যান্সিং এর পথে নতুন কিছু খুঁজে পাই।
সময়ের মঞ্চে স্বপ্ন পূরনের গান,
কাজে এবার পূর্ণ স্বচ্ছ আমার প্রাণ।
অচেনা দিশার পথে আমি হেরেছি,
অতীতের বন্ধন ধ্বংস হওয়াও আমি দেখেছি।
১৪ ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবস,
এই দিনই ছিল আমার প্রথম ক্যাশ আউট দিবস।
প্রতিদিন সময় দিয়েছিলাম ৪ থেকে ৫ ঘন্টা,
সফলতার জন্য ছিনি মিন করত মন টা।
প্রথম প্রথম কাজ করতাম ভিডিও এডিটিং,
দক্ষ হওয়ার জন্য করলাম লাইভ ট্রেনিং।
ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে আগে লার্নিং পরে আর্নিং,
ফ্রিল্যান্সিং এ যে পদে কাজ করি সেটা হলো আর্টিকেল রাইটিং।
ঘরে ঘরে জ্বলুক শিক্ষার আলো,
সেটাই হবে ফ্রিল্যান্সিং এর জন্য ভালো।
ফ্রিল্যান্সিং এ এসে বেকারত্ব হারিয়েছি,
না চাইতেই সব পেয়েছি।
ফ্রিল্যান্সিং
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
141
Views
4
Likes
0
Comments
5.0
Rating