খুঁজিনি কারো মন,
তোমার মন পাবো বলে।
ধরিনি কারো হাত,
তোমার হাত ধরবো বলে।
কাউকে বাসিনি ভালো,
তোমাকে ভালোবাসি বলে।
কাউকে মনে জায়গায় দিই না,
তোমাকে জায়গা দিয়েছি বলে।
কাউকে আর খুঁজিনা,
তোমাকে পেয়ে আমি পূর্ণ বলে।
কাউকে নিয়ে ভাবিনা,
আমার কল্পনায় সর্বদা তুমি আছো বলে।
কাউকে ঝগড়া করি না,
তোমাকে শাসন করবো বলে।
কাউকে খারাপ বলি না,
তুমি ভালো বলে।
কাউকে কালো বলিনা,
তুমি সুন্দর বলে।
কারোর চুলের প্রশংসা করি না,
তোমার চুলে মাথা রেখে ঘুমাবো বল।
কারোর প্রেমে পড়িনা,
তোমার প্রেমে মাতাল বলে।
প্রেম মাতাল
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
27
Views
0
Likes
0
Comments
0.0
Rating