সবুজ গম্বুজ

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
যদিও দূরত্বের বৈরিতা আছে আমাদের মাঝে
তারপর ও আমরা নিঃস নই, অসহায় না
আপনমনে দূর থেকেই ডেকে যাবো তাকে
যদি চলতে চলতে আমি ক্লান্ত হয়ে পড়ি।

সেখানে গিয়ে আর আসবো না ফিরে
খুঁজতে খুঁজতে মানুষ ক্লান্ত হয়ে পরবে
যখনই সবুজ গম্বুজের ছায়া দৃষ্টিগোচর হবে
বদলে যাবে ইবাদাতের রীতি নীতি।

যখনই মাথা ঠেকিয়ে সেজদা করার সুযোগ হবে
চোখের পলকই লুটিয়ে পরবো সেজদায়
যেখানেই উচ্চারিত হবে নবীজীর নামের উচ্চারণ
সেখানেই হবে তার মধুর স্মৃতিচারণ।

আলোর ধারায় স্নাত হবে প্রেমের মাহফিল
মাহফিল জুড়ে নেমে আসবে সেই ফোয়ারা
হে মদিনার মুসাফির, আল্লাহর ওয়াস্তে
এভাবে মদিনার সব গল্প আমাকে শুনাবে না।

অতিক্রান্ত হবে সীমা,ভেতরে সৃষ্টি হবে অস্থিরতা
অঝোরে গড়িয়ে পড়বে যত বেদনার অশ্রুজল।


232 Views
3 Likes
1 Comments
5.0 Rating
Rate this: