তামাক পাতা এসে সঙ্গে,
জীবনের দিন কেটে যাক লহে মজার রঙ্গে।
সূর্য উঠে পূর্ব দিকে,
তামাক পাতা জোড়ে মুখ মিছে নিকে।
শহরের ধূলোতে ছুটে,
তামাকের মধুর সুগন্ধ ছুড়ে বিকে।
বৃষ্টির মেঘ মোহা হারানো,
তামাকের মাত্র সুখ জীবনে পাওয়া।
শূন্য প্রান্তরে বসে,
ভাবনা হারালে তামাক পাতা দিয়ে ফুরাও ভেসে।
এক জীবন তামাকের সাথে,
কবিতা হল তামাকের গান, হৃদয়ে খানে।
তামাক পাতা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
33
Views
0
Likes
0
Comments
0.0
Rating