তোমায় ভালোবাসবো কি করে

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আমি সিনথিয়া।আজ আমায় দেখতে আসছে। সুন্দর একটা শাড়ি পরে পরিপাটি হয়ে বসে আছি। আমার নিজের কোনো পছন্দ নেই আমার মা বাবার পছন্দই আমার পছন্দ।

কলিংবেলটা বেজে উঠলো মনে হয় ওনারা এসে গেছে।আমার বুকের ভেতর কেমন যেন লাগছে বুঝতে পারছি না । প্রায় ২০ মিনিট পর আমার ভাবী আর আমার ছোট বোন আমাকে ওনাদের সামনে নিতে রুমে আসছে আমার ভাবী আমাকে সব বুঝিয়ে দিচ্ছিল ওনাদের সামনে গিয়ে আমি সালাম দিলাম

আমি_ আসসালামু আলাইকুম
পাত্রের বাড়ীর লোক _ওয়ালাইকুম আসসালাম
পাত্রের মা _ তোমার নাম কি মা
আমি_ সিনথিয়া সুলতানা
পাত্রের বাবা _ মা তুমি কোন পর্যন্ত পড়াশুনা করেছো
আমি_ অনার্স এ ভর্তি হব
পাত্রের মা _ অনার্স পড়া লাগবে না আর ছেলের বউ হলে তো আর আমি চাকরি করবো না পড়ালেখা দিয়ে কি হবে
আমার বাবা _ না না কি বলছেন পড়াশুনার দরকার কি শশুর বাড়ীর সকলের খেয়াল রাখবে শশুর শাশুড়ি দেখাশুনা করব আর কি
পাত্রের মা _ রুবেল (পাত্র) তোর কিছু বলার আছে তাহলে বল
আমার ভাবী - আমরা এখানে সবাই কথা বলি রুবেল আর সিনথিয়া একটু আমি নিয়ে গেলাম
পাত্রের মা _ যা রুবেল বাবা

(বাড়ির গুরুজনেরা বিয়ের ব্যাপারে কথা বলছে তার আগে ছেলে মেয়ের মত নিয়ে আসি)

আমার ভাবী আমাকে আর রুবেল কে ছাদে রেখে নিচে চলে গেল আর আমার ভাবী আমাকে বলে গেল কথা শেষে নিচে চলে এসো
.
রুবেল _ আসসালাুওয়ালাইকুম
আমি _ ওয়ালাইকুম আসসালাম
রুবেল _ কেমন আছেন
আমি _ আলহামদুলিল্লাহ্ , আপনি
রুবেল _ এইতো আলহামদুলিল্লাহ্ । আমাকে আপনার কেমন লেগেছে । আমি একটা প্রাভেট কোম্পানিতে চাকরি করছি। সেলামরি ২৫-৩০ হাজার টাকা।আমার ছোট আর দুই বোন আর এক ভাই আছে
আমি - আমার নাম সিনথিয়া । আমি আমার মা বাবার বড় মেয়ে ।
রুবেল - জানি থাক আর পরিচয় দেয়া লাগবে না
আমার দেখেতে আসা পর থেকে পরিচয় দিয়েই যাচ্ছেন। আমার আপনাকে ভালো লেগেছে আমি আপনাকে বিয়ে করতে রাজি । আপনি কি আমার কথায় সহমত
আমি - মাথা নাড়িয়ে ( হ্যাঁ ) সম্মতি দিলাম । মা বাবা আমার জন্য যা করবে আমি তাতে রাজি
দুইজন মুচকি হেসে নিচে চলে গেলাম

নিচে গেলাম সবাই আমাদের সম্মতির জন্য অপেক্ষা করছে আমরা দুজনেই সম্মতিতে থেকে হ্যাঁ জানালাম
এবং রুবেলের বাড়ির বাবা-মা কথা বলল যে আমাকে কাবিন করিয়ে রাখবে ৬ মাস পর ধুমধাম করে অনুষ্ঠান করে উঠিয়ে নিবেন
দুই সপ্তাহ পর আমাদের কাবিনের অনুষ্ঠানের ডেট দিয়ে গেল।
তখন মনের মধ্যে একটি অন্যরকম ফিলিংস কাজ করছিল এক অন্য রকমের অনুভূতি যেটা বলে বোঝানোর মত নয়। ছোটবেলা থেকে সবার বিয়ে দেখেছি এখন নিজে গিয়ে ফিলিং তো অন্য হবেই তাই না .................
কেনাকাটা এবং বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। কেনাকাটা করে এত ক্লান্ত ছিলাম রুমে এসে বসে পড়লাম তখন ভাবি এসে বলল তোমার সাথে আমার কিছু কথা আছে
আমি বললাম হ্যাঁ বলো
কাল রুবেলের সাথে দেখা করতে চাও
আমি একটু লজ্জা পেয়ে বললাম না
ভাবি বলল কেন
আমি বললাম এমনি
আজ রুবেলের মা মাকে ফোন দিয়ে বলছিল যে তোমার সাথে কালকে দেখা করতে চায় তাই মা আমাকে বলতে বলল তুমিও কালকে রেডি হয়ে থেকো যাবে
আমিও লজ্জায় মাথা রেখে বললাম আচ্ছা
ও মা বলেছে বলে এখন হ্যাঁ আর আমি বলছিলাম বলে তখন না রুবেলার তোমার মনে মনে যে প্রেম চলছে সেটা কি আমি বুঝিনা
আমি বললাম দুর ভাবি যাও তো তুমি যে কি বলো না ভালো লাগে না
ভাবি বলল আচ্ছা ঠিক আছে বাবা হইছে আর লজ্জা পেতে হবে না কাল আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিব ঠিক আছে
আমি বলে আচ্ছা বাবা তোমার যা মন চায় তাই কইরো এখন যাও তো

আজকের রুবেলের সাথে দেখা করতে যাব আমি জানিনা আমি আগে কখনো প্রেম করিনি কিন্তু যার সাথে আমার বিয়ে হবে আমার কেমন কেমন লাগছে আমি কি তার প্রেমে পড়ে পড়েছি এসব কি ভাবছি আমি আয়নার সামনে বসে যা মন চায় তাই ভাবছি কিঞ্ছিয়া তাড়াতাড়ি রেডি হ
ভাবি এসে বলল কি ব্যাপার ননদিনী একা একা কি বকবক করছ
না গো ভাবি কিছু না
বাস সিনথিয়া তোমাকে তো খুব সুন্দর লাগছে মাশাল্লাহ যাতে রুবেল ছাড়া কারো নজর না লাগে
আমি আবার একটু লজ্জা পেলাম
ভাবি বলল চলো তোমাকে পৌঁছে দেই
তোমাকে রুবেলের কাছে দিয়ে আমি একটু শপিংয়ে যাব সেখান থেকে তোমাকে আবার নিয়ে আসব ঠিক আছে
আচ্ছা ভাবি ঠিক আছে
রুবেলের সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।
তারপর.......



628 Views
12 Likes
6 Comments
4.9 Rating
Rate this: