শামীমের নীরা (পর্ব ২)

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
সকাল বেলা ঘুম থেকে উঠেই দেখি যে গতকাল যে অফিস থেকে ইন্টারভিউ দিয়ে এসেছিলাম সেখান থেকে পড়ে এসেছি। আমাকে ওই অফিসে সকাল ১১ টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে
আমিও সেই মতো রেডি হয়ে গেলাম নিরা কে ফোন দিলাম
গুড মর্নিং নীরা পাখি
গুড মর্নিং শামীম কি ব্যাপার আজকে সকালবেলা মনে হচ্ছে অনেক মুডে আছো
হুম মহারানী গতকালকে যে অফিসে ইন্টারভিউ দিয়ে এসেছিলাম আজকে সকালে সেখান থেকে পড়ে এসেছি আমাকে সকাল ১১ টার মধ্যে এখানে উপস্থিত থাকতে বলেছে
নীরা বলল বাহ এটা তো খুব ভালো কথা শামীম সুন্দর করে রেডি হয়ে সাবধানে চলে যাও। Best of luck Sona
আমি বললাম I love you নিরা
নিরা বলল I love you Jan , টাটা
সকাল সকাল অফিসে পৌঁছে গেলাম একেকজন করে ভেতরে ডাকছে আমার বুকের মধ্যেও কাঁপছে কি হবে আদর চাকরিটা পাবো তো আর এভাবে যে চলতে পারছি না
হঠাৎ একজন কর্মচারী এসে আমাকে ডাক দিল শামীম আহমেদ
আমি বললাম ইয়েস
আপনাকে ভেতরে ডাকছে
আমি ভিতরে গেলাম এবং সমস্ত স্যারদের প্রশ্নের উত্তরে আমি সঠিকভাবে দিতে পেরেছি পরে স্যারেরা আমাকে বাহিরে অপেক্ষা করতে বলল বাহিরে এসে অনেক চিন্তায় পড়ে গিয়েছি সব তো ঠিক মতোই প্রশ্নের উত্তর দিয়েছি চাকরিটা কি পাবো এর রেজাল্ট বেরোবে চারটা বাজে তাই বাহিরে গেলাম হালকা-পাতলা নাস্তা করতে কারণ সকালে খাওয়া হয়নি হোটেলে গিয়ে ভাজি পরোটা খেয়ে নিলাম বন্ধুর থেকে ৫০০ টাকা ধার নিয়ে এসেছি খালি হাতে কি আর অফিসে আসা যায়
সময় ৪:০১ মিনিট
দেখি আমার চাকরিটা হয়ে গেছে এই আনন্দে আমার চোখে পানি এসে পড়েছে আমি তাড়াতাড়ি মাকে ফোন দিলাম
হ্যালো বাবা শামীম কেমন আছিস রে বাবা
মা আমি চাকরিটা পেয়ে গেছি আমার চাকরি হয়ে গেছে মা সামনের মাসে আমি তোমাদের টাকা পাঠাতে পারবো মা
এটা তো খুব ভালো কথা বাবা তুই চাকরিটা পেয়ে গেছিস কিন্তু বাবা এখন তো কিছু টাকার দরকার তোর বাবার ওষুধ কিনা লাগবে
আচ্ছা মা দেখছি কি ব্যবস্থা করা যায় তুমি আমায় দোয়া কইরো
বাবা আমার দোয়া তোর লগে সব সময় থাকবো আচ্ছা বাবা রাখি তোর বাবারে খুশির খবরটা দিয়ে লই
তারপর আমি নিরা কে ফোন দিলাম
নীরা আমি চাকরিটা পেয়ে গেছি
সত্যি বলছো শামীম তবে কি আমাদের সুখের দিন আসতে চলছে
হ্যাঁ নিরা শোনো নীরা আজ সাতটা বাজে, লেকের পার দেখা করব আমি ওখানে ওয়েট করবো
আচ্ছা বাবা ঠিক আছে
একটা গোলাপ হাতে নীরার জন্য দাঁড়িয়ে আছি
দূর থেকে নিরা কে দেখেই দৌড়ে গিয়ে কে আলিঙ্গন করলাম কারণ ও আমাকে মানসিকভাবে যেভাবে সাপোর্ট দিয়েছে সেই সাপোর্টটা আমার খুবই দরকার ছিল
আজ সারাদিন নীরা আর আমি বেশ ঘোরাফেরা করলাম কারণ কাল থেকে হয়তো বেশি সময় দিতে পারবো না আজ সুবীর রায় কে বাদাম খাওয়াই নাই সাথে ভেলপুরি খাইয়েছি নীরা খেতে চাইনি আমি জোরপূর্বক ভাবেই ওকে ভলপুরি খাওয়ালাম।
আজ দেখলাম মেরা ভেলপুরি ফুচকা কত পছন্দ করে কিন্তু আমার কাছে কখনো চাইনি।
আজ দুজন মিলে অনেক গল্প করলাম কখন যে রাত হয়ে গেল বুঝতে পারলাম না
নিরার বাসার সামনে নিরাকে পৌঁছে দিতে আসলাম
নীরা কে পৌঁছে দিয়ে বাসায় আসলাম
ওহ কথায় কথায় তো বলাই হয়নি যে কাজের জয়েন করেছি তাই বেতন হচ্ছে ৮ হাজার। ভালোমতো কাজ করলে ছমাস পর ১৫ হাজার হবে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমার অফিস এরপরে বাকি সময় নীরার
পরের দিন............
আজকের দিনটা খুব ভালো কাটলো অফিসে সব বুঝে নিলাম আজ সন্ধ্যা নিরা আর আমি দুই ঘন্টা হাতে হাত রেখে ঘুরেছি এত মজা করেছি এই দিনটা আমাদের স্মৃতিময় হয়ে থাকবে
আমি অনেক সুখী মানুষ কারণ আমার জীবনে নিরা আছে যে একটু একটু করে আমার মনের গভীরে নিরা বাসা বেঁধেছে।
261 Views
7 Likes
1 Comments
5.0 Rating
Rate this: