অংক করার নতুন টেকনিক

রনি
রনি
লেখক

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আমার স্টুডেন্ট ১২+৭ যোগ করার সময় দেখি পায়ের আঙুল সহ গুনতাছে। আমি জিগ্গেস করলাম আঙুল গুনো কেনো?

স্টুডেন্ট বললো এই ভাবে অংক করলে সহজ লাগে। তারপর আমিও একটু চালাকি করলাম,,,,

চালাকি করে ২৫ আর ২৭ যোগ করতে দিলাম।
ওমা দেখি টেবিলের নিচে গিয়ে আমার পায়ের আঙুল সহ গোনা শুরু করছে।।
2.3K Views
119 Likes
14 Comments
3.8 Rating
Rate this: