জীন,,
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
গল্পটি আমার কাজিন জান্নাতের, ও মাদ্রাসায় পোড়াশোনা করতো, দেখতেও মাশাল্লাহ। একদিন রাতে জান্নাত আর ওর সব থেকে প্রিয় বান্ধবী মারিয়া দুজনেই তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে ছিলো, ফজরের আজানের মাএ ২০ মিনিট বাকি ছিলো তাই ওরা ঘুমায়নি, ওরা দেখে মাদ্রাসার উপর তলা মানে মাদ্রাসা ৬ তলা ছিলো ওরা ৪ তলায় থাকতো। দেখলো ৫ তলা থেকে ৬ টা বাচ্চা নামতেছে, মারিয়া বললো এই মেয়ে গুলো কোন ক্লাসের বলতো, কিন্তু চোখের পলকেই মেয়ে গুলো উধাও হয়ে যায়। এর কীছু দিন পরে ওদের পরীক্ষা তাই ওরা ৫/৬ মিলে রাত জেগে পড়াশোনা করার সিদ্ধান্ত নেয়, ওরা সিড়িতে বসে পড়ছিলো, কিন্তু হঠাৎ ঐখানের লাইব্রেরিতে ভিতর থেকে কেউ দরজা ধাক্কা দিতে থাকে, সবাই অবাক হয়ে যায়, কে দরজা ধাক্কা দিচ্ছে এর মধ্যে উপরের সিঁড়িতে কারো আওয়াজ শুনা যায় ওরা প্রচন্ড ভয়ে কাঁদতে থাকে। পরে পুরো মাদ্রাসা দোয়া দূরুদ পড়ে পানি ছিটিয়ে দেয় পরীক্ষা শেষ তাই একেবারে শেষের আগের দিন রাতে ওরা অনেক মজা করে জান্নাত, মারিয়া আর ওর দুজন ফ্রেন্ড আড্ডা দিচ্ছিলো, উপর থেকে পানির শব্দ আসে তাই মারিয়া আর জান্নাত দেখার জন্য যায় গিয়ে দেখে কল বন্ধ, ওরা অবাক হয়ে যায়, মারিয়া বলে চল আমরা চলে যাই, জান্নাত বলে আগে তুই নাম আমিও নামছি, মারিয়া চলে গেলে জান্নাত দেখতে পায় একটা ছোট্ট বাচ্চা ছাঁদের দিকে যাচ্ছে তাই ও বাচ্চাটাকে থামানোর জন্য যায় গিয়ে দেখে বাচ্চাটা ছাঁদের দেয়ালের উপর বসে হাসছে, এসব দেখে ও ভয়ে ঙান হারায় পরে ওকে নিচে নিয়ে আসা হয়, তাবিজ দেয়া হয়।
421
Views
18
Likes
9
Comments
4.2
Rating