অনুভূতি

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ঐ দেখা যায় পুকুর ঘাট
ঐ পাখিটির গা,
ঐখানেতে বাস করে আমার কলিজা।
পাখিটাকে দেখলে পরে,
মনটা আমার কেমন করে।
একটা নজর দেখার জন্য,
মনটা আমার কেঁদে মরে।
ও পাখি তোর নাম কি?
নামটি তাহার ইতি,
আমার বাড়ি যাইও আদর
করব সারা রাতি।
কথা দিলাম ওগো পাখি
বাসবো ভালো তোমায় আমি,
অন্যের চেয়ে অনেক বেশি।
আর করোনা দেরি তুমি
চলে আসো আমার বাড়ি
থাকলে রাজি ডাকবো কাজি,
করবো তোমায় বিয়ে।
দুজন মিলে সুখে থাকবো
থাকবো ভালো সবে।
169 Views
6 Likes
4 Comments
4.3 Rating
Rate this: