একটি বন্ধু

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
একটা বন্ধু ছিল আমার,
যার সাথে অনেক,
ভালো সম্পর্ক ছিল।

একটা বন্ধু ছিল আমার,
যার সাথে সব
শেয়ার করা হতো।

একটা বন্ধু ছিল আমার ,
যাকে ছাড়া...
দিন যাইত না আমার ।

কোনোভাবেই সেই সম্পর্কটা
নষ্ট হয়ে গেছে।

এখন আর কিছুই,
আগের মত নাই।

তবুও আমার সেই বন্ধুটারে,
আমি খুব মিস করি।

ওর কথা মনে করলেই,
আমার চোখ ভিজে যায়।

আমি জানি না আমার কথা,
ওর মনে পড়ে কি না।

কিন্তু আমি একটুও,
ভুলতে পারি না ।

একদিন না একদিন ও আমার,
শূন্যতা অনুভব করবে।

255 Views
10 Likes
6 Comments
4.8 Rating
Rate this: