নারীর ছলনা কবিতা

পলাশ
পলাশ
লেখক

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
নারীর মুখ, চোখের হাসি,
মধুর কথা, মায়াবী আশায়,
বাঁধে পুরুষের মন,
খেলা করে তার অন্তরতন।

মৃদু স্পর্শ, কোমল আলিঙ্গন,
মুগ্ধ করে দেয় সকল জ্ঞান,
ছলনার জালে জড়িয়ে ফেলে,
স্বপ্ন দেখায় সুখের বেলে।

প্রেমের কথা, মিষ্টি বাক্যে,
ভোলা করে দেয় সকল সত্যকে,
নিজের স্বার্থে খেলা চালায়,
নারীর মন ভেদ করা কঠিন কাজ।

সত্যি কথা কেউ বলে না,
মিথ্যা প্রতিশ্রুতি দেয় বারবার,
ব্যবহার করে পুরুষের আবেগ,
নিজের সুখে করে সব লাভ।

পলাশের কলমে ফুটে ওঠে সত্য,
নারীর ছলনার রহস্যময়তা,
তার কবিতা এক অনন্য দৃষ্টি,
জীবনের প্রতি এক চরম বিচার।

নারীর ছলনা অতি ভয়ংকর,
জালে ফেলে করে সর্বনাশ,
সতর্ক থাকো সকলেই,
নারীর মায়ায় হারাবেন না আশ।

পলাশের লেখায় মেলে শিক্ষা,
নারীর ছলনা বুঝতে পারা,
তার কবিতা এক পরিপূর্ণ আখ্যান,
জীবনের পথে এক আলোকবর্তিকা।
211 Views
6 Likes
1 Comments
4.7 Rating
Rate this: