****** হযরত রাসুল (সঃ) বলেছেন, যে সকল মেয়েলোক ও পুরুষ লোক
নিজের লজ্জাস্থানকে হেফাজত করে না, তাদের লজ্জাস্থানে লৌহ শৃঙ্খল লাগিয়ে দোজখে ঝুলিয়ে রাখা হবে। তাদের শরীরের মাংস পঁচে পুঁজ রক্ত বের হতে থাকবে। শুধু আত্মা দেহের সাথে থাকবে। দুনিয়ায় যতদিন জীবিত ছিলো ততদিন সময় পর্যন্ত তাদের ঐ অবস্থায় বুলিয়ে রাখা হবে। তারপর নামিয়ে নতুন হাড় চামড়া দিয়ে শরীর গঠন করে আবার ও শাস্তি দিতে থাকবে। **
**** এই কাজে সত্তর হাজার ফেরেশতা নিয়োজিত থাকবে। পাপীগণ দুনিয়ায় যতদিন জীবিত ছিলো ঐসময় পর্যন্ত তাদেরকে গোর্জ দ্বারা আঘাত করতে থাকবে। আঘাতের জোড়ে হাড়, মাংস, চামড়া, চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। এতেও তাদের মৃত্যু হবে না। যে সমস্ত স্ত্রী - পুরুষ দুনিয়ায় তাদের লজ্জাস্হান হেফাজত করে না অর্থাৎ জ্বিনা করে তাদের শাস্তি এ রকমই হবে। **
পর্দাহীন মহিলার শাস্তি!
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
194
Views
5
Likes
0
Comments
5.0
Rating