""বাঙালি জাতির জনক মুজিব""
বাঙালি জাতির তরে তোমার-
ভাবনা ছিল অতি কনক,
দীর্ঘকালের সাধনার ফলে-
উপাধি পেলে জাতিরজনক।
পাক নেতাগণ শাসনের নামে-
শোষণে জাতিকে করেতো ঘিন-
তাদের অবাক কু'কাণ্ড দেখেই-
প্রতিবাদ করেছ অনেক দিন।
বঙ্গ নামক দেশের জাতিগণ-
প্রতীকে ছিল তো বাঙালি,
তাদের জন্য করেছো সাধনা-
যারা ছিলো বহু কাঙালি।
বাংলার সম্পদ কেঁড়ে নেওয়া-
পাক শাসকের ছিল কেতা,
বাঙালির করুণ দুর্দশা দেখে-
হয়ে উঠেছ মানবিক নেতা।
বাহান্নেরই ভাষা আন্দোলনে-
মিছিল মিটিং সভা করে,
বাংলা ভাষা রক্ষার্থে সবাই-
একক হলে ঐক্যের তরে।
ছেষট্টি সালের ছয় দফা দাবিতে-
আন্দোলন করেছো অতুলনীয়,
সেই দাবিগুলো জাতির কাছে-
সব এখনো আছে স্মরণীয়।
প্রচুর সংগ্রাম করে ছিলে তুমি-
জাতিকে দিয়ে বহু আশ্বাস,
বাংলাকে স্বাধীন করার তরে-
যোদ্ধাদের দিলে আত্মবিশ্বাস।
স্বাধীন সংগ্রামের ডাকে তোমার-
বাংলা মায়ের হয়েছে জয়,
ত্রিশ লক্ষ বাঙালির বলিদানে-
পাকবাহিনীর হলো পরাজয়।
দীর্ঘ নয় মাসের যুদ্ধ করেই-
বিজয় অর্জন করল যে দেশ,
ভাষা জাতি মাটি নিয়ে আজ-
নাম হলো এর বাংলাদেশ।
বাঙালি জাতির জনক মুজিব
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
18
Views
0
Likes
0
Comments
0.0
Rating