***মানুষের জীবনীশক্তি যখন রহিত হয়ে যায় তখনি সাধারণত মৃত্যু হয়ে থাকে।
কিন্তু আসলে মৃত্যু তা নয়। মৃত্যু একটি পুল বা সেতু। যার সাহায্যে মানুষ বা প্রাণী বাস্তব জগৎ অতিক্রম করে পরজগতে চলে যায়।
*** হাদিস শরীফ হতে জানা যায়, মানুষ কখনো মরে না। মাটির দেহ হতে জীবনীশক্তি বিচ্ছিন্ন হয়ে শুধু অন্য জগতে আশ্রয় নেয়।অবশ্য সে জগতের জিন্দেগী বাস্তব জীবনের জিন্দেগী হতে সম্পুর্ন ভিন্ন ধরনের। তবে সুখ দুঃখের অনুভূতিও সে জগতেও আছে।
**** হাদিস শরীফ হতে জানা যায় - হযরত আমর বিন হাযম (রাঃ) একবার একটি কবরের গায়ে হেলান দিয়া বসিয়াছিলেন। রাসুল (সঃ) তা দেখিয়া বলিলেন, আমর ; এই কবরবাসীকে কষ্ট দিও না। এই ঘটনা হতে বুঝা যায় মৃত্যুর পরেও মানুষের সুখ দুঃখের অনুভূতি থাকে।
*** অন্য হাদীসে - রাসুল (সঃ) বলেছেন - "জীবিতাবস্থায় একজন মানুষের হাড়ভাঙ্গা যেমন, মৃত অবস্থায় একজন মানুষের হাড়ভাঙ্গাও তেমন।"
*** বস্তুতঃ মানুষ কখনো মরে না। জড় দেহের সাথে আত্মার যোগ সূত্র বিচ্ছিন্ন হয়ে দেহ জড় জগতে থেকে যায় এবং আত্মা অনন্ত জগতে প্রবেশ করে। আল্লাহ তাআ'লা পবিত্র কুরআনে এই জগৎকে আলমে - বরযখ বা মধ্যবর্তী জগৎ বলে অভিহিত করেছেন। ****
মৃত্যু রহস্য!
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
156
Views
6
Likes
2
Comments
4.8
Rating