মৃত্যু!

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
মৃত্যু! সে কি আশ্চর্য!
আসে হঠাৎ, আসে একবার
আসে নাকি পুনশ্চ?
না, না, সে তো আসেই একবার।

অমোঘ শক্তি তাঁর
নেই তাঁর কোনোই প্রতিকার
করবেই শিকার
ক্ষমতা তাঁর আছে দুর্নিবার।

ছিল কত রাজন
গেলো তারা সব কোথায় চলে
ছেড়ে কত স্বজন
যেতেই তো হলো রাজত্ব ফেলে।

ছিল গরিব কত
তারাও গেলো,না ফেরার দেশে
সকলেরই মতো
তারাও হারালো স্মৃতির শেষে।

তারা এলো না আর
আসবেনা আর কোনো দিনও
খেয়া নেই ফেরার
রয়ে গেলো সেখানেই আজও।

সে আসবে আবার
তোমার জন্যেও তো সে আসবে
প্রস্তুতি নাও তার
যেখানে তুমি তাঁর সাথে যাবে।।
151 Views
6 Likes
0 Comments
5.0 Rating
Rate this: