2002 থেকে শুরু এই গল্পটি । একটি ছেলে বয়স তার চার বছর । সে তার দাদা দাদির কাছে থাকে। তার মা বাবা আমেরিকায় চাকরি করে । তার দাদা দাদি চাঁদের বুড়ির গল্প শোনায় তাকে। চট্টগ্রামের এক পাহাড়ে অঞ্চলে তাদের বাসবাস । আশেপাশে তার বয়সের কোন ছেলেপেলে নেই ।
তাই সে একাই থাকতো । রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখতো । আস্তে আস্তে তার বয়স বাড়তে লাগলো । এভাবে ২০ বছর কেটে গেল । লেখাপড়ায় অনেক ভালো ছিল । সারাদিন যন্ত্রপাতি নিয়ে কাজ করতো । এভাবে তার দিন যায় তো । একদিন তার দাদা মারা গেল । তার মা-বাবা বিদেশ থেকে বাড়ি এলো । তার কিছুদিন পর তার দাদি ও মারা গেল ।
তখন সে । মা বাবার সাথে আমেরিকায় চলে যায় । সে জানতে পারে । পৃথিবীর মানুষ পৃথিবীর বাইরে যত গ্রহ নক্ষত্র আছে তা ভ্রমণ করা হয়ে গেছে । তখন সে চিন্তা করে নতুন সৌরজগতে যাওয়ার ।
সে এই আসা নিয়ে আমেরিকার এক রকেট কোম্পানিতে চাকরি করতো । তাদের কোম্পানির মানুষদেরকে এটা বোঝায় আমাদেরকে এবার নতুন স্থান যেতে হবে। নতুন সৌরজগতে যেতে হবে। সবাইকে রাজি করাই ।
রকেট তৈরির কাজ শেষে হয়। তখন তার পরিবার সৌর জগতের উদ্দেশ্য তাকে যেতে বাধা দেয় । তখন সে বলে মরতেই যখন হবে তখন মরণকে জয় করতে চাই ।
এভাবে একদিন । নতুন সৌরজগতের উদ্দেশ্যে রওনা দিল । সে পৌঁছালো নতুন এক সৌরজগতে । এ যেন আমাদের সেই পৃথিবী । সে অবাক হয়ে দেখতে থাকলো ।
আর এই পৃথিবীতে । রহমতের ছায়া । শান্তির নিড়। সুখের স্থান । বরকতে পরিপূর্ণ । এ যেন জান্নাতের মতো । কারণ কি ? তারা কেন আমাদের পৃথিবীর মানুষের মত নয় । তাদের এখানে মানুষ জাতি যদি থাকে তাহলে অশান্তি সৃষ্টি করা মানুষগুলো কি নাই।
সে দেখল ঘুরে এই পৃথিবীর মানুষ ইসলাম ছাড়া অন্য কিছুই মানে না ।
তাহলে আমাদের পৃথিবী কেন এমন আমি কিছুই বুঝিনা ।২০৫৬ সালে শেষ হয় এই কাহিনী
নতুন জগৎ
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
291
Views
8
Likes
4
Comments
3.7
Rating