বিলাস আমার নয়তো সুখের
বিত্ত শুধু কারণ দুখের।
দালান বাড়ি গহনা শাড়ি
কাটছে জন্য এসব ছাড়ি।
পরের বাড়ির চিলেকোঠায়
বৃন্ত বিহীন ফুলের বোটায়,
যাচ্ছে সময় কোনরকম
হৃদয় ভরা পোড়া যখম।
মিথ্যে সুখের স্বপ্ন গরি
বেয়ে চলি সোনার তরি,
সাগর জলে ঢেউয়ের তালে
ফিরবো কূলে কোন সে কালে?
আশায় আশায় বুক বাঁদিয়া
গানের পাখি সুর সাধিয়া
যাচ্ছে বেলা এই অবেলা
ভাঙবে যে হায় রঙিন মেলা।
নিথ্যে মোহে বিত্ত নেশা
চিত্ত খোঁজে আজব পেশা,
দূরে রেখে স্বপ্ন সুজন
যায় কি পাওয়া সুখের ভূবন?
ঘর ছেড়ে তাই তেপান্তরে
কাটছে সময় অবান্তরে,
জানি না কি বিধির বিধান
এমনি আমার সুখের নিশান?
সুখের নিশান
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
190
Views
7
Likes
1
Comments
5.0
Rating