প্রকৃতির রূপ

পলাশ
পলাশ
লেখক

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
প্রকৃতির রূপ

সূর্যের আলোয় ঝলমলে ধানক্ষেত,
সবুজ শাখায় কোকিলের কেঁচকেঁচে গান।
হাওয়ায় ভেসে বেড়ায় ফুলের সুবাস,
মনে হয় যেন স্বর্গের বাস।

দূরে পাহাড়, নীল আকাশ,
মেঘের ভেলা ভেসে যায় আকাশে।
নদীর জলে ঝলমলে করে তরঙ্গ,
মনে হয় যেন এক অপার্থিব জগৎ।

পাখিরা ডানা মেলে উড়ে বেড়ায়,
ফুলেরা হেসে খেলে রোদের আলোয়।
প্রকৃতির এই সৌন্দর্য দেখে,
মন ভরে ওঠে আনন্দে।

কতই না রঙ, কতই না রূপ,
প্রকৃতির এই অপার সৌন্দর্য।
আল্লাহুর এই অপূর্ব সৃষ্টি,
করে আমাদের মনকে মুগ্ধ।


191 Views
8 Likes
0 Comments
4.0 Rating
Rate this: