অদ্ভুত দুনিয়া

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
প্রেম শব্দ টা অনেক ছোট হতে পারে কিন্তু এটার মাহাত্ম্য অনেক যা সবাই দিতে পারে না।

এক শন্ধায় হাঁটছিলাম একা রাস্তায় তখন হঠাৎ ফেসবুক ব্যবহার করতে করতে একটি মেয়ে নজরে পরে ,,,

প্রথম দেখেই আমি মুগ্ধ হয়ে গেলাম,,,,,

তখন ভাবলাম একটা নক দেয় বরং কিন্তু মনে একটা ভয় কাজ করছিলো সে আমাকে রিপ্লাই দিবে…?

তার পর কিছু টা ভয় কিছু সাহস নিয়ে নক দিলাম প্রথমবার এ কোনো রিপ্লাই না আসলেও দ্বিতীয় বার এ রিপ্লাই দিল স্বাভাবিক ভাবেই,,,সে বললো ,,,কে আপনি

সেই থেকেই শুরু হয় এক নতুন গল্প কিন্তু কে জানত গল্প তো সিনেমার পাতায় মানায় বাস্তব জীবনে না ।

তাঁর পর সাথে প্রায় কথা তার পছন্দ আমার পছন্দ অনেক কিছুই মিল ছিল আমি মনে মনে ভাবতাম এই মনে আমার জীবন সঙ্গী পেয়ে গেছি এর থেকে ভালো হয়তো পাওয়া সম্ভব না ,,,,


তাঁর পর হঠাৎ কিছু দিন সে উধাও কোথায় থাকে খোঁজে পাওয়া যাচ্ছে না মানে ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ কোনো কিছু তেই না

আমি অনেক হতাশ হয়ে রইলাম আর তার কথা ভাবি মানুষ একবার বলে যেতেও পারে ।

মনে মনে ভাবি সে যদি কোনো দিন লাইনে আসে কিংবা আমাকে নক দেয় আমি রিপ্লাই দেব উল্টো তাকে ব্লক করে দেব এর ভাবি মনে মনে,,,

পরে শপ্তাহ খানেক পর সে হঠাৎ গভীর রাতে লাইনে আসলো আমি তা দেখে তখনই সব ইগো দুরে ফেলে তাকে নক দিলাম ,,,,,অবাক করা বিষয় হলো আমার মেসেজ পাওয়া মাএই সে আমাকে রিপ্লাই দিল ,,,।

আমি কিছুটা স্বাভাবিক ভাবেই জিগ্যেস করলাম কেমন আছো …?

সে আমাকে রিপ্লাই দিল পরে এক সময় জিগ্যেস করলাম এতো দিন কোথায় ছিল কোনো খোঁজ খবর নেই ,,,,,

পরে শুনি তার এক আত্মীয় অসুস্থ ছিল তাই সে হাসপাতালে ছিল এতো দিন এটা শুনে আমার সব রাগ দুরে চলে গেল ,,

এভাবেই চলতে থাকে কিছু দিন পরে আমি একদিন থাকে কিছুটা না বুঝার মতো করে প্রপোজ করলাম,,

আমি এরকম ভাবে বলেছি সে বুঝতেও পারে নাই যে আমি তাকে প্রপোজ করেছি

তার পর হঠাৎ আমাকে প্রশ্ন করলো ,আপনি কি আমাকে প্রেমের প্রস্তাব পাঠিয়েছেন,,,

আমি বললাম তোমার কি মনে হয় সে বলে এরকম এই তো মনে হচ্ছে পরে সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ চলে গেল

আমি তাকে এই বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করি না কিন্তু একদিন আমাকে পুরো অবাক করে দিয়ে সে আমাকে প্রপোজ করলো আমি তো পুরো আকাশ থেকে নিচে পরলাম ‌,,,ভাবছি আমি যাকে ভালোবাসি সে আমাকে প্রপোজ করছে আহ্ কি শান্তি ‌

এভাবেই চলতে থাকে অনেক দিন একদিন তার একটা নাম দিয়েছিলাম,,মেঘবতী,, অনেক টা তার মতোই মিল রেখে দিয়েছিলাম

তারপর একদিন সারাদিন তার সাথে কথা বললাম কিন্তু শন্ধায় তাকে মেসেজ দিচ্ছি কোনো রিপ্লাই নেই রাতে দিচ্ছি কোনো রিপ্লাই নাই মাঝ রাতে দিচ্ছি কোনো রিপ্লাই নাই অথচ সে অনলাইন

তখন রাগের মাথায় দুই একটা চরা কথা লিখে পাঠিয়ে ছিলাম এভাবেই এইদিন রাত চলে যায় কিছুটা মন খারাপ নিয়ে ঘুমিয়ে পরলাম

পরের দিন সকালে উঠে দেখি সে সবগুলো মেসেজ সিন করেছে কিন্তু কোনো রিপ্লাই নাই আর রাগ উঠতে শুরু করলো পরে ওই দিন সন্ধ্যা বেলায় সে রিপ্লাই দিয়ে বললো আমাকে অবাক করে দিয়ে দিয়ে বললো আমাদের মনে এই রিলেশন রাখা উচিত না

আমি তখন কি যে বলবো বুঝতে পারছিলাম না,,,পরে এক রাশ হতাশা নিয়ে বললাম কেন সমস্যা কি হয়েছে

সে রিপ্লাই দিল কিছু হয় এমনিতেই আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত
তখন আর কি বলবো ভালোবাসা তো আর জোর করে করার জিনিস নয় আমি তেমন কিছু জিজ্ঞাসা না করে বললাম ওকে তুমি যখন চাও না দরকার নেই ভালো থাকো এভাবেই শেষ হলো আমাদের কাহিনী,,,


তার উদ্দেশ্য একটা কথা যেখানেই থাকো ভালো থেকো যাকে নিয়েই থাকো সুখে থেকো ,,,, মেঘবতী,,,,,



231 Views
6 Likes
3 Comments
5.0 Rating
Rate this: