ওঠো মুমিন!!

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
হাতে নিয়ে কোরান,
মুমিন হও আগুয়ান
চলো তুমি এগিয়ে,
ছাড়ো এবার পিছুটান।
আহত ওই ভাই,
মুমিন আজ নিরুপায়!
ঘরহীন নিরাশ্রয়,
শত্রুর কবলে হায়!!
বৃদ্ধ-বাচ্চা-নারী
হাজারো লাশের সারি!
চারিদিকে ছড়াছড়ি
এ ব্যথা কি সইতে পারি!!


ওঠাও নজর
চোখ তুলে দেখো আজ
ভাইয়ের দুঃখে
পড়েছে কি কপালে ভাঁজ?
ভেবেছো একবার?
যদি জিজ্ঞাসিত হও
কেন চুপ ছিলে
কি অজুহাত বাতলাও??
আজ, ভাই, মুমিন
ওঠো জাগো এই বার
স্মরণ করে দেখো,
অতীতের জয়জয়কার!!
আসছে সময়
ইতিহাস লেখবার
বাতিলের ধ্বংস
হবে তারা ছারখার।।
223 Views
6 Likes
2 Comments
4.8 Rating
Rate this: