আমার সবুজ গ্রাম । আমার জন্মভূমি।মায়ের সাথে যেমন শিশুর নাড়ির সম্পর্ক থাকে তেমনি আমার জন্মভূমির সাথেও আমার গভীর সম্পর্ক। চারিদিকে ধু ধু রোদ, গরমে প্রাণ যায় যায় অবস্থা। তখনও এই এই সবুজ গ্রামে থাকে প্রাণের স্পন্দন।
চারিদিকে সবুজে ঘেরা মনোরম পরিবেশ।ছোট বড়ো হাজারো রকমের গাছ। ফুলের গাছ, ফলের গাছ, কত বাহারি গাছের মেলা! গাছ গুলো যেমন পরিবেশ কে মনোরম করেছে তেমনি হয়ে উঠেছে হাজারো জীবের আশ্রয়স্থল।
গ্রামের মাঝখানে আছে রয়েছে মস্ত একটা পুকুর। বাচ্চারা জলে সাঁতার কাটে,বয়স্করা স্নান করে, মেয়েরা কাপড় ধোয়। পুকুরে আছে রকমারি মাছ। রুই, কাতলা, পুটি, কই, পোনা আরো যে কত কি!যেদিন পুকুরে মাছ ধরা হয় সেদিন যেন একটা উৎসব।
গ্রামের কৃষিজীবি মানুষ গ্রামের ক্ষেতে কাজ করে।
নির্লোভ, শান্তি প্রিয় মানুষ গুলো অল্পতেই খুশি।তারা সহজ,সরল জীবন যাপনের মধ্যেই শান্তি খুঁজে পায়।
অর্থলিপ্সা, দুর্নীতি,রাজনীতির জটিল ধাঁধা থেকে এখনো যেন এই সরল মানুষ গুলো অনেক দূরে রয়েছে।
গ্রামের সকাল-সন্ধ্যার শান্ত-মৃদু বাতাস হৃদয়ের গভীর পর্যন্ত ছুঁয়ে যায়। অনেক বড়ো বড়ো কবি, লেখক তাঁদের লেখনীর মধ্যে এই দৃশ্যটি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। গ্রামের এই শান্ত-মৃদু বাতাস মনে এনে দেয়।
গ্রামের বিস্তৃত সবুজ মাঠ। চাষীদের পরিশ্রমের জায়গা। মাঠের এই সবুজতা মনকাড়া পরিবেশ তৈরী করেছে। যতদূর দৃষ্টি যায় শুধু সবুজই দেখা যায়। মাঝে যখন ফসলের ফুল ফোটে তখন যেন মাঠের চেহারায় পালটে যায়। কখনো হলুদ,কখনো বেগুনি, আরো কত রং!
হ্যাঁ, এই রকমই আমার গ্রাম। আমার বাংলার সকল গ্রাম।
আমার সবুজ গ্রাম
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
388
Views
4
Likes
1
Comments
5.0
Rating