ভালোবাসবোনা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
তোমাকে ভালো আর বাসবো না
তোমার কাছে ভুল করেও আসবো না।
যতদূর যেতে চাও যাও চলে
তোমার স্মৃতি মনেতেও রাখবো না।
সেদিনের গানগুলি
সেদিনের পথ চলা
অতীতে রইলো পরে
কত কথা না বলা।
তোমাকে যত ভাবার ভেবেছি
শুধু মনে কষ্ট আমি পেয়েছি।
দেখিলে সেই হাসি
শুদূরে যায় বাঁশি
টানা টানা চোখ দুটো
কত যে ভালবাসি।
তোমাকে বারে বারে ডেকেছি
এভাবে আর কোনদিন ডাকবো না।
983 Views
46 Likes
4 Comments
3.6 Rating
Rate this: