কবি জীবনের মনস্তাপ

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
""কবি জীবনের মনস্তাপ""


যাঁরা পদ্য কাব্য কবিতা লেখেন-
কবি হিসাবে তাঁরা খ্যাত,
ছন্দ তাল মাত্রার বিকাশ ঘটলে-
সবার সান্নিধ্যেই বিখ্যাত।

দিবানিশিতে কতই সাধনার সহিত-
বাস্তব-অবাস্তব লিখে যায়,
প্রেমপ্রীতি প্রকৃতি নিয়ে সৃষ্টি করে-
সৃজনময় রূপকথাও তায়।

খেয়ে না খেয়ে সদা জাগ্রত মননে-
নব নব সাহিত্য কথা ভাবে,
স্বাস্থ্যকর আহার করুক না করুক-
চা কি'বা কপি ঠিকই খাবে।

কতিপয় সংখ্যক লেখা জমা হলে-
বইয়ে লেখা করে প্রকাশ,
পাঠকমহলে বই জনপ্রিয়তা পেলে-
মন ছোঁয়ে যায় আকাশ।

উন্নত বা সমুচিত শিক্ষণীয় লেখন-
ইদানীং প্রকাশিত হয় কম,
প্রযুক্তির যুগে হ্রাস পাচ্ছে পাঠক-
সবকিছু যেন নয় তো সম।

ব্যক্তি বা পরিবার জীবনের যাতনা-
সদা ঊর্ধ্বে বাড়তে থাকে,
ফলে মনস্তাপ বৃদ্ধি হলে ন্যুনাধিক্য-
মাদকদ্রব্য সঙ্গ করে রাখে।

আয় রোজগারের উৎসও বিরল-
আর্থিক অবস্থা রয় মন্দ,
তবুও মনের ভাবনায় লেখে যায় -
সাহিত্যে বিশ্বাস যেন অন্ধ।
291 Views
5 Likes
2 Comments
4.4 Rating
Rate this: