গ্রামবাংলার প্রকৃতি

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
স্বদেশের বিবিধ অঞ্চলের মাঝে-
রয়েছে গাঁ নামে পল্লি,
দেখা মাত্রই মনোহর তথা সুন্দর-
গ্রামবাংলার নানা বল্লি।

পল্লির পরিবেশ অতি রমণীয়-
অধিক লোক গাঁয়ে থাকে,
গ্রামের বেশিরভাগ পাড়া মহল্লা-
প্রকৃতিই সুশ্রী বজায় রাখে।

ঋতু পরিবর্তনের মৌসুমকালে-
দুর্যোগের ফলে হয় বহু বান,
গ্রামীণ মানুষের কৃষি চাষাবাদে-
খেতে ভরপুর রয় সব মান।

বহুবিধ ফলমূলে ভরপুর বাগানে-
পল্লির মাঠঘাট সুন্দর হয়,
পুষ্টিকর শাকসবজি চাষের ভূমি-
সদা স্বাচ্ছন্দ্যে উন্মুক্ত রয়।

শস্যে ভরা সোনালি ফসল নিয়ে-
বিচিত্র মনোজ্ঞ থাকে মাঠ,
সোনালি আঁশ বাংলার সম্পদ-
সারিতে সাজানো রয় পাট।

বিকালবেলায় সবস্থানের দৃশ্যটা-
শীতল হাওয়াই গাঁথে বুকে,
চমৎকার প্রকৃতির ভূখণ্ডের কথা-
রয়েছে কবিদের মুখে মুখে।
335 Views
7 Likes
2 Comments
4.0 Rating
Rate this: