বেকারের হাহাকার

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
মূর্খ-শিক্ষিত বেশিরভাগ লোক-
গ্রামে-শহরে আছে বেকার,
গুরুত্বের সঙ্গে সন্ধান করলেই-
মিলবে বেকার কত প্রকার।

নানাবিধ মানুষ চাকরি না পেয়ে-
বেকার রূপে দিকবেদিক ঘুরে,
সারা দেশে অধিকাংশ জননীই-
সন্তানের তরে আর্তনাদ করে।

ঘুষ ব্যতীত চাকরি নেয়া কঠিন-
স্বদেশে তা দেখি বেশি আজ,
অল্পবিদ্যা নিয়ে অযোগ্য লোক-
ফলে জটিলতায় রয় কাজ।

উচ্চ ডিগ্রি নিয়ে প্রায় লোকজন-
পথে বা রাস্তায় ঘুরে বেড়াই
দিনভর চাকরির সাক্ষাৎ দিয়ে-
বাড়ি ফিরে সুখবর ছাড়াই।

শিক্ষাজীবনে শুধু জ্ঞানার্জনে রয়-
কায়িকশ্রমে বেশি অভ্যস্ত নয়,
উচ্চতর শিক্ষার সনদ থাকলেও-
অযোগ্য হিসেবেই সাব্যস্ত হয়।
345 Views
5 Likes
1 Comments
5.0 Rating
Rate this: