মানবজাতিরা দিনে কিংবা রাতে-
কত কিছু করে বলাবলি,
স্বার্থের লোভে একে অপরকে-
করে একাধিক গলাগলি।
সব ধর্মমতে মিথ্যা বলা মহা পাপ-
তবুও মিথ্যায় অভ্যস্ত হয়,
প্রযুক্তির প্রভাবে মিথ্যার বিকাশ-
প্রতি মুহূর্তে মিছা যে কয়।
যথার্থ নিরূপণে অবগত করা যায়-
সাধুর রূপে সচল যে দাদু,
সৎ এর চেয়ে বদের প্রভাব বেশি-
নিখিল ভুবনে একি জাদু।
দেশে-বিদেশে সাবালক নাবালক-
আকৃষ্ট হচ্ছে ক্ষণিকের লোভে,
গ্রামে শহরে ভালোমন্দ কর্ম করে-
নারী-পুরুষরা একত্র ক্ষোভে।
বিলাসিতার লোভ তো নিয়ন্ত্রণহীন-
ধনী-নির্ধন সব আসক্ত প্রায়,
ছোট বড়ো সব বয়সের মানুষেরাই-
হিতাহিত জ্ঞান গুণ হারায়।
তবুও মিথ্যায় অভ্যস্ত হয়
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
300
Views
7
Likes
1
Comments
4.8
Rating