কত রঙ্গে লীলা ঘটে

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
""কত রঙ্গে লীলা ঘটে""


নাসিকার শ্বাসনালি শিহরণ-
প্রকৃতির বৈচিত্র্য পবনে,
সাময়িক মাতোয়ারা রয় মন-
ক্ষণস্থায়ী স্বার্থের ভুবনে।

স্রষ্টার দত্ত সমগ্র কায় অঙ্গে-
বিবিধ রঙবেরঙের ধারণ,
ঈশ্বরের শ্রেষ্ঠ লালিত্য সৃষ্টি-
বুদ্ধিমত্তাই মুখ্য কারণ।

বিধাতার স্বীয় হস্তে সবই সৃষ্ট-
দর্শনীয় যাবতীয় সবি,
কল্প রূপে লিখে যান অবাধে-
বহুবিধ জাতের কবি।

বর্ষার আগমনে প্রকৃতির রূপ-
শ্রী সুশ্রী সুদর্শনও বটে,
জলবায়ু পরিবর্তনে পরিবেশে-
কত রঙ্গে লীলা ঘটে।

মহাশূন্যে ঘূর্ণন বহু নক্ষত্রপুঞ্জ-
ঘোর তিমিরে করে চকমক,
অনিত্য নিখিল জাহানের বস্তু-
দর্শনে সব যেনো ঝকমক।
319 Views
5 Likes
1 Comments
5.0 Rating
Rate this: