তাহা কথিত করা দুঃসাধ্য

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
প্রেম-ভালোবাসা বয়স মানে না-
চেতের ইচ্ছায় করতে বাধ্য,
কবে কার সঙ্গে প্রেমে আবদ্ধ হয়-
তাহা কথিত করা দুঃসাধ্য।

নাবালক সাবালিকার তরে প্রলুব্ধ-
সাবালক নাবালিকার জন্য,
সুমহান বিধাতার ঐশ্বর্যের মধ্যে-
এই মহিমা আসলেই ভিন্ন।

কিছু সম্পর্ক হয় পহেলা নজরে-
ছোট-বড় তাতে সমকক্ষ,
প্রণয়েতে অতিশয় আসক্ত হলে-
অকালে জীবনটা অনক্ষ।

বিগত যুগের চেয়ে চলমান যুগে-
প্রীতির নয়া নয়া কাণ্ড রটে,
আকাঙ্ক্ষা হলে সামর্থ্যের ফলে-
প্রবীণত্বে নবীনত্বও জটে।

অতি লোভ নিয়ন্ত্রণহীন জেনেও-
ভালো'রা যায় অর্থের তরে,
শাহি জীবন অতিবাহনের ক্ষণে-
কালে অকালে প্রায় মরে।
361 Views
7 Likes
2 Comments
5.0 Rating
Rate this: