প্রেমে পড়ে পাগল

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আমি মিতা আমি দশম শ্রেনিতে পরি আমার ভাই ও দশম শ্রেণির নামে ছাত্র কাজে ছত্রাক। আমার ভাই ওআমি এক সেট গাইড দিয়ে মিলেমিশে পড়ি। ওতো শুধু প্রেম নিয়ে ব্যস্ত থাকে। আমাদের বোড পরিক্ষা দরজায় কড়া নাড়ছে। পরিক্ষা নিয়ে আমার একটু আট্টু চিন্তা হলেও ওর কোন চিন্তা নেই। আমি পড়তে বসেছি আমার অংক করার জন্য দোলনা গাইড লাগবে। আমি ভাবলাম যাই লোমানের কাছ থেকে গাইড টা নিয়ে আসি।ওবলাই তো হয়নি লোমান আমার ভািয়ের নাম। ভাই তার G I R L F R I E N D এর সাথে কথা বলতে ব্যস্ত ছিল আমি তাকে বললাম :তর গাইড টা দে তো ।
ভাই :কি বললি?
আমি : দোলনা দে
ভাই:এখনো দোল খাওয়ার বয়স আছে? তুই গিয়ে খেল।
আমি : তুই কি নিছিস রে?
ভাই: টাকা। কেন? মা কিছু বলছে।
আমি : ও, তুই তাহলে মায়ের কাছ থেকে টাকা নিস। দাড়া মাকে বলতে দে।
ভাই: এই তুই কিন্তু মিতুর কথা মাকে বলিস না।
আমার ভাইয়ের মাথাটা পুরাই গেছে। আমি জিজ্ঞেস করলাম তুই কোন Subject নিছিস ও বলল টাকার কথা আবার নিজে থেকেই ওর G F এর কথা আমাকে বলে দিল। আসলে একজন কে সময় দিতে গিয়ে কাকে কি বলছে ওর ঐ খেয়াল নেই। আহারে বেচারা তকে দেখে আপসোস হচ্ছে । মা এই দৃশ্য দেখলে বেহুশ হয়ে যাবে।
334 Views
10 Likes
1 Comments
5.0 Rating
Rate this: